ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

ভিডিওর দর্শকসংখ্যা বাড়াতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউবরয়টার্স

ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। শখের বশে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তবে ইউটিউবে দীর্ঘদিন ভালো মানের ভিডিও প্রকাশ করলেও সেগুলোর দর্শকসংখ্যা (ভিউ) বেশি হয় না অনেকের। এবার নির্মাতাদের সহজে ভিডিওর দর্শক সংখ্যা বাড়ানোর সুযোগ দিতে ‘কনটেন্ট কোলাবরেশন’ সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন।

ইউটিউবের তথ্যমতে, কনটেন্ট কোলাবরেশন সুবিধা চালু হলে ভিডিও নির্মাতারা নিজেদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের নাম সরাসরি ট্যাগ করতে পারবেন। ফলে দর্শকেরা ট্যাগ করা নির্মাতাদের সহজেই খুঁজে পাওয়ার পাশাপাশি তাঁদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। তবে ইউটিউবে কনটেন্ট কোলাবরেশনের জন্য অন্য নির্মাতাদের সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ কোনো ভিডিওতে ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতাকে আগে ইনভাইটেশন পাঠাতে হবে এবং তাঁকে সেই ইনভাইটেশন গ্রহণ করতে হবে। অনুমতি না থাকলে কারও নাম যুক্ত করা যাবে না।

আরও পড়ুন

ইউটিউবের হেল্প পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, কনটেন্ট কোলাবরেশন সুবিধা প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য চালু করা হয়েছে। তবে ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। সুবিধাটি চূড়ান্তভাবে চালু হলে ইউটিউব নির্মাতারা একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন, যা তাঁদের তৈরি ভিডিওর দর্শকসংখ্যা বাড়াতে সহায়ক হবে।

আরও পড়ুন

ইতিমধ্যে কনটেন্ট কোলাবরেশন সুবিধা ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছেন জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট। ভিডিওটিতে তাঁর সঙ্গে কোলাবরেশনে ছিলেন মার্ক রোবার, বেন অ্যাজেলার্ট ও স্টোক টুইনস। সেই ভিডিওতে মূল নির্মাতার নামের ওপর ক্লিক করলে একটি পপআপ দেখা গেছে, যেখানে ট্যাগ করা নির্মাতাদের নামের পাশে সাবস্ক্রাইব বাটনও রয়েছে।

সূত্র: ম্যাশেবল