হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পিন করা যাবে

হোয়াটসঅ্যাপরয়টার্স

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। সমস্যা সমাধানে নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায় হোয়াটসঅ্যাপে। পিন করা বার্তা চ্যাট বক্সের ওপরে দেখা যাওয়ায় পরবর্তী সময়ে সহজেই খুঁজে পাওয়া যায়। ফলে যেকোনো সময় গুরুত্বপূর্ণ বার্তা আবার পড়ার সুযোগ মিলে থাকে। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়া এ সুবিধার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় একসঙ্গে পাঁচটি বার্তা পিন করে রাখার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, একসঙ্গে একাধিক বার্তা পিন করে রাখার সুবিধা এরই মধ্যে হোয়াটসঅ্যাপের ‘অ্যান্ড্রয়েড ভি২.২৪.৬.১৩’ নামের পরীক্ষামূলক সংস্করণে যুক্ত করা হয়েছে। ফলে নতুন এ সুবিধা বর্তমানে শুধু অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরখ করতে পারছেন। শিগগিরই সব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে বার্তার পাশাপাশি ছবি বা ইমোজি পিন করে রাখা যায়। হোয়াটসঅ্যাপ বার্তা বা ছবিতে থাকা পিন নির্ধারিত সময় (২৪ ঘণ্টা, ৭ ও ৩০ দিন) পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে গ্রুপ চ্যাটে প্রশাসকের অনুমতি না থাকলে অন্য সদস্যরা চাইলেও বার্তা পিন করতে পারেন না।

সূত্র: নাইনটুফাইভগুগল ডটকম

আরও পড়ুন