দেশের বাজারে নতুন অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার

ভাইরাস, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার আক্রমণ থেকে কম্পিউটার এবং ফোন নিরাপদ রাখতে বাংলাদেশে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার অ্যান্টিভাইরাস এনেছে ব্লুডট টেকনোলজি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউজিল্যান্ডভিত্তিক এমসিসফটের তৈরি অ্যান্টি-ম্যালওয়্যারটি যেকোনো ধরনের ভাইরাস, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার আক্রমণ থেকে ব্যবহারকারীদের যন্ত্র নিরাপদ রাখতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার বাজারজাত শুরুর বিষয়ে ব্লুডট টেকনোলজির নির্বাহী পরিচালক ইসমাইল হোসেন বলেন, এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার মাত্র এক মিনিটের মধ্যেই কম র‍্যাম ও সিপিইউ ব্যবহার করে ম্যালওয়্যার ও ভাইরাস শনাক্ত করে সেগুলো দ্রুত ধ্বংস করতে পারে। এতে কম্পিউটার বা ফোনের গতি কমে যায় না। এটি ইন্টারনেট সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি, ফায়ারওয়াল হিসেবেও কাজ করে। শুধু তা–ই নয়, চার স্তরের নিরাপত্তা সুবিধা থাকায় সহজেই যেকোনো ধরনের সাইবার হামলা ঠেকাতে পারে।

আরও পড়ুন

ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলে দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কম্পিউটারে থাকা সব ফাইল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার। ফলে ম্যালওয়্যার বা র‍্যামসমওয়্যার হামলা হলেও কম্পিউটার থেকে তথ্য চুরি বা ফাইল এনক্রিপ্ট করতে পারে না সাইবার অপরাধীরা। দূর থেকেও বাসা বা অফিসের কম্পিউটারে ম্যালওয়্যার বা ভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষার সুযোগ দিয়ে থাকে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার।