ইউটিউবে ধীরগতি, কারণ জানেন কি

ইউটিউবরয়টার্স

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ধীরগতিতে কাজ করছে বলে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, কোনো কারণ ছাড়াই ইউটিউব চালু হতে আগের তুলনায় বেশি সময় নিচ্ছে। এমনকি চালুর পর ভিডিও দেখাও যাচ্ছে দেরিতে। অ্যাড ব্লকার ব্যবহার বন্ধের পাশাপাশি নিজেদের প্রিমিয়াম সুবিধা ব্যবহারে বাধ্য করতেই এমনটি করছে ইউটিউব। তবে ব্যবহারকারীদের এ অভিযোগ অস্বীকার করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউব জানিয়েছে, ভিডিওতে থাকা বিজ্ঞাপন বন্ধ করতে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাড ব্লকার ব্যবহার করেন। আর তাই ব্যবহারকারীদের অ্যাড ব্লকার ব্যবহারে নিরুৎসাহিত করতে কাজ করছে ইউটিউব। কিন্তু অ্যাড ব্লকার ব্যবহারে নিরুৎসাহিত করার সঙ্গে ইউটিউব ধীরগতিতে চলার কোনো সম্পর্ক নেই। ‘অ্যাড ব্লক’ ও ‘অ্যাড ব্লক প্লাস’ নামের দুটি অ্যাড ব্লকার টুলের কারিগরি ত্রুটির কারণেই ইউটিউব ধীরগতিতে কাজ করছে। আর তাই শুধু অ্যাড ব্লকার টুল দুটির ব্যবহারকারীরাই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন।

আরও পড়ুন

জানা গেছে, ওয়েব ব্রাউজারের অ্যাডব্লক ৫.১৭ সংস্করণ এবং অ্যাডব্লক প্লাস ৩.২২ সংস্করণে কারিগরি ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে ভিডিওতে থাকা বিজ্ঞাপন মুছে ফেলার সময় ভিডিওর গতিই কমিয়ে ফেলছে অ্যাড ব্লকারগুলো। ফলে অন্য অ্যাড ব্লকার ব্যবহারকারীরা এ সমস্যার সম্মুখীন হচ্ছেন না। সমস্যা সমাধানে নিজেদের অ্যাড ব্লকারে থাকা ত্রুটি সমাধান করে নিরাপত্তা প্যাচও উন্মুক্ত করেছে অ্যাডবুক টুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

উল্লেখ্য, অ্যাড ব্লকার ব্যবহারে নিরুৎসাহিত করতে ‘তিন স্ট্রাইক নীতিমালা’ তৈরি করেছে ইউটিউব। নতুন এ নীতিমালা ভঙ্গ করলে ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারবেন না অ্যাড ব্লকার ব্যবহারকারীরা। অ্যাড ব্লকার ব্যবহারকারীদের সতর্কবার্তা দেখানোর পাশাপাশি নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য ভিডিও ব্লক করার পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইউটিউব।

সূত্র: নিউজ ১৮ ডটকম

আরও পড়ুন