ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তিকে পোস্ট দেখাতে না চাইলে

ফেসবুকবিবিসি

খুব বেশি পরিচিত না হলেও ফেসবুকের বন্ধুতালিকায় স্থান দিতে হয় অনেককে। এতে পারিবারিক বিভিন্ন ছবি বা তথ্য অনিচ্ছাসত্ত্বেও তাঁদের কাছে চলে যায়। কিন্তু সম্পর্ক নষ্টের ভয়ে চাইলেই তাঁদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া যায় না। ফেসবুকের ‘রেসট্রিকটেড’ সুবিধা কাজে লাগিয়ে বন্ধুতালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তির কাছে নিজের পোস্ট লুকিয়ে রাখা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে এ সুযোগ মিলবে।

আরও পড়ুন

‘রেসট্রিকটেড’ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে বন্ধুতালিকা থেকে নির্দিষ্ট ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করে Friends অপশনে ক্লিক করতে হবে। এরপর Edit Friend List মেনুতে ক্লিক করে Restricted অপশন নির্বাচন করলেই সেই ব্যক্তি আপনার Only Friends করা কোনো পোস্ট দেখতে পারবেন না।

আরও পড়ুন

নিজের পোস্ট লুকিয়ে রাখার পাশাপাশি ফেসবুকে যেকোনো ব্যক্তির পোস্ট নিজের নিউজ ফিডে ব্লক করা যায়। এ জন্য নির্দিষ্ট ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করে Friends অপশন থেকে Take a break মেনুতে ক্লিক করতে হবে। এবার see less of... অপশন থেকে Limit where you see... নির্বাচন করলেই সেই ব্যক্তির পোস্ট দেখা যাবে না।

আরও পড়ুন