দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করবেন যেভাবে

ফেসবুকরয়টার্স

ঘরে বা অফিসের কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করতে ভুলে যান কেউ কেউ। ফলে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। তবে চাইলে দূর থেকে অন্য যন্ত্রে চালু থাকা ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়। দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

দূর থেকে অ্যাকাউন্ট লগআউট করার জন্য প্রথমে ফেসবুকে ‘লগইন’ করে অ্যাপের ডান দিকে থাকা তিনটি ‘ডট মেনু’তে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে থাকা সেটিংস থেকে ‘সিকিউরিটি’ নির্বাচন করতে হবে। এবার ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ নির্বাচন করলে ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনের নিচে যেসব যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর নাম দেখা যাবে। নির্দিষ্ট যন্ত্রের নামের পাশে থাকা তিনটি ‘ডট মেনু’তে ট্যাপ করে ‘লগআউট’ নির্বাচন করলেই সেই যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে।

আরও পড়ুন

কম্পিউটার থেকে অন্য যন্ত্রে চালু থাকা ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করার জন্য প্রথমে ফেসবুকের প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সেটিংস’ অপশনে ক্লিক করে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ নির্বাচন করতে হবে। এখানে ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনের নিচে যেসব যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট ‘লগইন’ করা রয়েছে, সেগুলো দেখা যাবে। নির্দিষ্ট যন্ত্রের নামের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে লগআউট নির্বাচন করলেই সেই যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে।

আরও পড়ুন