নির্দিষ্ট সময়ে বন্ধ হবে কম্পিউটার

নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করা যায়।প্রথম আলো

অনেক সময় রাতে কম্পিউটারে কাজ করার সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন অনেকে। ফলে কম্পিউটার আর বন্ধ করা হয়ে ওঠে না। কাজ শেষে কম্পিউটার বন্ধ না করলে বিদ্যুতের অপচয় হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা থাকে। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধের সময় নির্ধারণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

আরও পড়ুন

নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধের জন্য প্রথমে স্টার্ট মেনুর সার্চ অপশনে ‘Task Scheduler’ লিখে সার্চ করতে হবে। এবার Task Scheduler অপশনে ক্লিক করে ওপরে থাকা ‘actions’ নির্বাচন করতে হবে। এরপর ‘create basic task’ অপশনে ক্লিক করলেই একটি পেজ চালু হবে। এখানে Name–এর ঘরে পছন্দমতো নাম লিখে Next বাটনে ক্লিক করে দিন নির্বাচনের পর আবার Next চাপতে হবে।

আরও পড়ুন

সময় নির্ধারণের পর ‘start a program’ অপশনে টিকচিহ্ন দিয়ে আবার Next চাপলেই একটি নতুন পেজ দেখা যাবে। এবার browse অপশনে ক্লিক করে ‘shutdown.exe’ ফাইল নির্ধারণ করে Next চাপলেই কবে ও কখন কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। সব ঠিক থাকলে ‘Finish’ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন