ফেসবুকে পছন্দের পুরোনো রিলসের তালিকা দেখবেন যেভাবে

ফেসবুক রিলসমেটা

ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের রিলস। তবে অসংখ্য রিলস ভিডিওর মধ্যে সব ভিডিও সবার পছন্দ হয় না। কিন্তু দীর্ঘদিন পর পছন্দের রিলস ভিডিওগুলো ফেসবুকে সহজে খুঁজে পাওয়া যায় না। তবে চিন্তার কিছু নেই, ব্যবহারকারীদের লাইক দেওয়া সব রিলস ভিডিওর তথ্য সংরক্ষণ করে রাখে ফেসবুক। ফলে দীর্ঘদিন পরও পছন্দের রিলস ভিডিওগুলোর তালিকা জানা যায়।

পছন্দের রিলস ভিডিওগুলোর তালিকা দেখার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ভিডিও আইকনে ট্যাপ করে ‘রিলস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর যে কোনো একটি রিলস ভিডিও চালু করে ভিডিওর ওপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘লাইকড’ বাটনে ক্লিক করলেই লাইক করা রিলস ভিডিওগুলোর তালিকা দেখা যাবে। সংরক্ষণ করা ভিডিওগুলোর তালিকা দেখার জন্য ‘সেভড’ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন