টিকটকে নাম পরিবর্তন করবেন যেভাবে
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। অনেকে নিয়মিত বিভিন্ন বিষয়ের ভিডিও টিকটকে প্রকাশ করেন। তবে টিকটক অ্যাকাউন্টের নাম আকর্ষণীয় না হলে অপরিচিত ব্যক্তিরা ভিডিও দেখেন না। এর ফলে ভিডিওর দর্শকসংখ্যা কম হয়। আর তাই টিকটকে ভিডিওর পাশাপাশি অ্যাকাউন্টের নামও গুরুত্বপূর্ণ। টিকটকে ব্যবহারকারীর প্রোফাইলে দুই ধরনের নাম থাকে। একটি ইউজার নেম এবং অপরটি নিক নেম। ইউজার নেম দিয়ে অন্যরা ট্যাগ করতে ও মেনশন করতে পারেন। অপর দিকে নিক নেম প্রোফাইলের ওপরে দেখা যায়। টিকটকে ইউজার নেম ও নিক নেম পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক—
ইউজার নেম পরিবর্তন
ইউজার নেম পরিবর্তনের জন্য টিকটক অ্যাপে প্রবেশ করে ডান দিকের নিচে থাকা প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এরপর এডিট প্রোফাইল নির্বাচনের পর ইউজার নেমের পাশে ট্যাপ করে ইউজার নেম পরিবর্তন করা যাবে। ৩০ দিন পরপর ইউজার নেম পরিবর্তন করা যায় টিকটকে।
নিক নেম পরিবর্তন
নিক নেম পরিবর্তনের জন্য টিকটক অ্যাপের প্রোফাইল অপশন থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর নেম অপশনে ট্যাপ করে নিক নেম পরিবর্তন করা যাবে। সাত দিন পরপর নিক নেম পরিবর্তন করা যায় টিকটকে। নিক নেম সর্বোচ্চ ৩০টি অক্ষরের মধ্যে লিখতে হবে।