স্মার্টফোন থেকে ছবি, ভিডিও বা এসএমএস স্থায়ীভাবে মুছে ফেলবেন যেভাবে
বিভিন্ন কারণে স্মার্টফোন থেকে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও বা এসএমএস মুছে ফেলেন অনেকেই। তবে মুছে ফেলার পরও অনেক সময় ছবি, ভিডিও বা এসএমএসগুলো ফোনে থেকে যায়। এর ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়ে থাকে। তবে চাইলেই ছবি, ভিডিও বা এসএমএস স্থায়ীভাবে মুছে গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়। ফোন থেকে ছবি, ভিডিও বা এসএমএস স্থায়ীভাবে মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক।
গুগল মেসেজেস অ্যাপে থাকা এসএমএস মুছে ফেললে, তা স্থায়ীভাবে মুছে যায়। তবে গুগল মেসেজেস ছাড়া এসএমএস আদান-প্রদানের জন্য স্যামসাংসহ বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের আলাদা অ্যাপ রয়েছে। এসব অ্যাপে এসএমএস মুছে ফেলার পর তা স্থায়ীভাবে মুছে না গিয়ে ‘রিসাইকেল বিন’–এ জমা হয়। ফলে মুছে ফেলা এসএমএস রিসাইকেল বিন থেকে পুনরায় ফেরত আনা যায়। আর তাই অ্যান্ড্রয়েড ফোনে আলাদা অ্যাপ ব্যবহার করলে রিসাইকেল বিন থেকেও এসএমএস মুছে ফেলতে হবে।
গুগল ফটোজে থাকা ছবি বা ভিডিও মুছে ফেললে, তা স্থায়ীভাবে মুছে না গিয়ে ৬০ দিন পর্যন্ত রিসাইকেল বিনে জমা থাকে। আর তাই গুগল ফটোজে থাকা ছবি বা ভিডিও স্থায়ীভাবে মুছে ফেলার জন্য সেগুলো অবশ্যই রিসাইকেল বিন থেকেও দ্রুত মুছে ফেলতে হবে। গুগল ফটোজের পাশাপাশি গ্যালারি অ্যাপ থেকে ছবি বা ভিডিও মুছে ফেললেও তা রিসাইকেল বিনে জমা হয়। ফলে ছবি বা ভিডিও মুছে ফেলার পরপরই সেগুলো রিসাইকেল বিন থেকে মুছে ফেলতে হবে।