ফেসবুক বা মেসেঞ্জারে যুক্ত থাকলেও জানবে না কেউ

মেসেঞ্জারপেক্সেলস

ফেসবুক বা মেসেঞ্জার চালু করলেই আমাদের বন্ধুতালিকায় থাকা অন্য ব্যক্তিরা তা দেখতে পান। ফলে তাঁরা চাইলেই আমাদের বার্তা পাঠাতে পারেন। তবে অনেক সময় ব্যস্ত থাকার কারণে বন্ধুদের পাঠানো বার্তার উত্তর দেওয়া সম্ভব হয় না। এতে বন্ধুদের সঙ্গে ভুল–বোঝাবুঝির সম্ভাবনা থাকে। অনেকে আবার ফেসবুকে ঢুঁ মারলেও বন্ধুতালিকার মানুষদের তা জানতে দিতে চান না। ফেসবুক বা মেসেঞ্জারের অ্যাকটিভ স্ট্যাটাস অপশন বন্ধ করে অনলাইনে সক্রিয় থাকার তথ্য লুকিয়ে রাখা যায়।

আরও পড়ুন

কম্পিউটারে এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমেই ফেসবুকে লগইন করে ওপরের ডান পাশে থাকা ‘মেসেঞ্জার’ আইকনে ক্লিক করতে হবে। এবার ড্রপ-ডাউন মেনু থেকে চ্যাট অপশনের পাশে থাকা তিন ডট মেনু থেকে Active Status নির্বাচন করতে হবে। এরপর Active Status অপশন বন্ধ করলেই ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহারের তথ্য বন্ধুরা জানতে পারবেন না। Active Status অপশন কাজে লাগিয়ে চাইলে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখা যায়। এ জন্য Active Status: ON for some নির্বাচন করে যাদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চান তাদের নাম নির্বাচন করতে হবে।

আরও পড়ুন

মুঠোফোনে Active Status অপশন বন্ধের জন্য মেসেঞ্জার চালু করে ওপরের বাম পাশে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এবার Active Status ট্যাবের ওপর ক্লিক করে Show when you’re active অপশন দেখা যাবে। এবার ডান পাশে থাকা টগল মেনু চেপে অপশনটি বন্ধ করতে হবে।

আরও পড়ুন