ইনস্টাগ্রামের মতো ছবি আদান-প্রদানের অ্যাপ আনছে টিকটক
ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে অন্য জনপ্রিয় অ্যাপের আদলে বিভিন্ন প্রযুক্তি–সুবিধা চালু করতে যাচ্ছে টিকটক। এরই ধারাবাহিকতায় গত বছর ‘স্পটিফাই’ ও ‘অ্যাপল মিউজিক’–এর মতো নিজস্ব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টিকটক মিউজিক’ চালু করে টিকটক। এবার ছবি আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের মতো অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি। এ বিষয়ে টিকটক আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও অ্যাপটির কোড পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
দ্য এসপি অ্যান্ড্রয়েডের ব্লগের তথ্যমতে, টিকটকের এপিকে ফাইলে ‘টিকটক ফটোজ’ নামের নতুন একটি অ্যাপের আইকন ও রেফারেন্স পাওয়া গেছে। এপিকে ফাইলটির বর্ণনায় বলা হয়েছে, ‘নতুন অ্যাপটি ছবি পোস্ট করতে আগ্রহী ব্যক্তিদের জন্য। আপনি যদি ভ্রমণ করতে বা দৈনন্দিন জীবনযাত্রার ছবি প্রকাশ করতে পছন্দ করেন, তবে টিকটক ফটোজ আপনাকে অন্যদের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।’
টিকটক ফটোজ মূলত ছবি আদান-প্রদানের প্ল্যাটফর্ম। ফলে প্ল্যাটফর্মটি চালু হলে সহজে একে অপরের সঙ্গে ছবি আদান-প্রদান করা যাবে। চাইলে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের জন্য নিয়মিত ছবি প্রকাশ করা যাবে। এপিকে ফাইলে থাকা টিকটক ফটোজের আইকনটি অনেকটা টিকটকের নকশার ধাঁচে তৈরি করা হয়েছে।
ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি আধা ঘণ্টা দীর্ঘ ভিডিও আপলোডের সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। শুধু তা–ই নয়, বড় আকারের ভিডিও থেকে আয় করার ঘোষণাও দিয়েছে। গত বছরের জুলাই মাসে এক্স ও থ্রেডসের মতো লিখিত পোস্ট দেওয়ার সুযোগ চালু করেছে ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি।
সূত্র: টেক ক্র্যান্চ