হোয়াটসঅ্যাপে পুরোনো বার্তা খুঁজতে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপরয়টার্স

সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে। কিন্তু হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বা গ্রুপে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। বার্তা অনেক দিন আগে আদান-প্রদান করলে তো কথাই নেই, খুঁজে পেতে সময়ের পাশাপাশি পরিশ্রমও করতে হয় বেশ। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে নির্দিষ্ট তারিখ অনুযায়ী বার্তা খোঁজার সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

‘সার্চ বাই ডেট’ নামে এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা পুরোনো যেকোনো দিনের তারিখ লিখে সার্চ করলেই সেই দিনে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বা গ্রুপে আদান-প্রদান করা সব বার্তা দেখতে পারবেন। এতে সহজেই নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপে আদান-প্রদান করা পুরোনো বার্তাগুলো খুঁজে পাওয়া যাবে। গত নভেম্বর মাস থেকে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করলেও এবার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়েছেন, সার্চ বাই ডেট সুবিধা বিশ্বজুড়ে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

সূত্র: গ্যাজেটস ৩৬০ ডটকম

আরও পড়ুন