২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এ কোন মার্ক জাকারবার্গ

মিক্সড মার্শাল আর্টসের জনপ্রিয় খেলোয়াড় ইসরায়েল অ্যাডেসানিয়া ও অ্যালেক্স ভলকানভস্কির সঙ্গে মার্ক জাকারবার্গমার্ক জাকারবার্গ

মার্শাল আর্ট নিয়ে বেশ আগ্রহ রয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের। গত মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ব্রাজিলিয়ান জিউ-জিৎসু’ মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ ও রৌপ্যপদকও জিতেছেন তিনি। যত ব্যস্ততাই থাকুক না কেন, অবসর সময়ে নিয়মিত মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন জাকারবার্গ। জাকারবার্গের এমনই এক প্রশিক্ষণের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন

ছবিতে জাকারবার্গের দুই পাশে দাঁড়ানো রয়েছেন মিক্সড মার্শাল আর্টসের জনপ্রিয় খেলোয়াড় ইসরায়েল অ্যাডেসানিয়া ও অ্যালেক্স ভলকানভস্কি। মার্শাল আর্টের প্রশিক্ষণ শেষে তোলা এ ছবিতে তিনজনই খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন। জাকারবার্গ সব সময় একই রং বা নকশার টি-শার্ট পরেন। এ জন্য তাঁকে একই ধরনের পোশাকে দেখে অভ্যস্ত সবাই। আর তাই জাকারবার্গ ছবিটি পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে যায়।
সূত্র: বিজনেস ইনসাইডার

আরও পড়ুন