মহাকাশবিজ্ঞান নিয়ে আয়োজন

স্পেস ইনোভেশন সামিট
স্পেস ইনোভেশন সামিট

মহাকাশবিজ্ঞান ও মহাকাশ গবেষণা যন্ত্রপাতি সম্পর্কিত বিভিন্ন আবিষ্কারকে উৎসাহিত করতে ‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’ ও ‘নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ’ দেশে আয়োজন করছে স্পেস ইনোভেশন সামিট-২০১৯।

আগামী ১৯ ও ২০ জুলাই রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হবে দুই দিনের এ সম্মেলন। এতে দুটি ওয়ার্কশপ ও চার সেশনে মোট ১৬টি টেকনিক্যাল সেমিনার থাকবে। দেশে ও দেশের বাইরে থেকে ২৪ জন বক্তা এ সম্মেলনে বক্তব্য দেবেন। এতে থাকবে মহাকাশে গবেষণা করার যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী।

মহাকাশবিজ্ঞান ও স্যাটেলাইট নিয়ে কাজ করতে আগ্রহী যে-কেউ এ সম্মেলনে অংশ নিতে পারবেন।

সম্মেলনের আহ্বায়ক মাহমুদ মুসা বলেন, ‘তরুণদের মধ্যে মহাকাশবিজ্ঞানকে জনপ্রিয় করার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও প্রকৌশল বিষয়ে ধারণা দিতে এ আয়োজন করা হচ্ছে। আয়োজনের বিস্তারিত জানা যাবে http://bit.ly/bif_sis লিংক থেকে।