দেশে এল গ্যালাক্সি নোট টেন প্লাস

গ্যালাক্সি নোট টেন প্লাস
গ্যালাক্সি নোট টেন প্লাস

স্যামসাং মোবাইল বাংলাদেশ ও গ্রামীণফোন যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এল গ্যালাক্সি নোট টেন প্লাস। ৬ দশমিক ৮ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে বাঁকানো ফুল স্ক্রিনের নমনীয় অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটির পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার একটি আলট্রা-ওয়াইড ক্যামেরা (১৬ মেগাপিক্সেল), একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (১২ মেগাপিক্সেল), একটি টেলিফটো ক্যামেরা (১২ মেগাপিক্সেল) এবং একটি ডেপথভিশন ক্যামেরা। এ ছাড়া সেলফি তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি নোট টেন প্লাসের দাম ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা। ফোনটির সঙ্গে গ্রামীণফোন ব্যবহারকারীদের ২০ জিবি ডেটা (১০ জিবি ফোরজি ডেটা + ১০ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) বিনা মূল্যে ৭ দিন মেয়াদে দিচ্ছে গ্রামীণফোন।

স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে আগাম ফরমাশ দেওয়া ক্রেতাদের হাতে গ্যালাক্সি নোট টেন প্লাস বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছেন।