আইফোনে তাঁর হোম বোতাম চাই

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন বুঝতে জটিল সমীকরণ সমাধানের প্রয়োজন নেই। তাঁর টুইটার অ্যাকাউন্টে নজর রাখলেই হলো। সকাল নেই বিকেল নেই, কাকে লিখছেন তার হিসাব নেই, তিনি সমানে টুইট করতে থাকেন। লোকে নাম দিয়েছে টুইট-ঝড়। এবার টুইট করলেন আইফোন নিয়ে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত নতুন মডেলের কোনো আইফোন ব্যবহার শুরু করেছেন। যেটাতে হোম বোতাম নেই। আর হোম বোতামের অনুপস্থিতিই তাঁর রুষ্ট হওয়ার কারণ। এতটাই অপছন্দ করেছেন যে টুইটারে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে তা জানাতে ভোলেননি। কিছুটা হালকা সুরেই যদিও। তবু প্রেসিডেন্ট বলে কথা! লিখেছেন, ‘টিম, আইফোনে সোয়াইপের চেয়ে হোম বোতাম অনেক ভালো ছিল।’

ট্রাম্প আইফোন টেনএস, আইফোন টেনআর নাকি আইফোন ১১ সিরিজের কোনো স্মার্টফোন হাতে তুলেছেন, আমাদের অবশ্য তা জানার সুযোগ হয়নি। সামনের পুরোটাজুড়ে ডিসপ্লের জায়গা করে দিতে এই মডেলের আইফোনগুলো থেকে হোম বোতাম সরিয়ে ফেলা হয়েছে। এমন পর্দার প্রথম আইফোন টেন বাজারে আসে ২০১৭ সালে। আর হোম বোতাম সর্বশেষ ছিল আইফোন ৮-এ।

২০১৭ সালের মার্চে অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোন ব্যবহার শুরু করেন ট্রাম্প। তবে কোন মডেল ব্যবহার শুরু করেছিলেন, তা জানা যায়নি। তখন যেহেতু আইফোন টেন বের হয়নি, নিশ্চয় তাতে হোম বোতাম ছিল। সূত্র: দ্য ভার্জ