আবার উইন্ডোজ ৭-এ হালনাগাদ

উইন্ডোজ ৭। মাইক্রোসফটের সৌজন্য
উইন্ডোজ ৭। মাইক্রোসফটের সৌজন্য

মাইক্রোসফট উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে নতুন করে হালনাগাদ দেওয়া বন্ধের কথা ছিল ২০ জানুয়ারি। অথচ এর পরপরই নতুন করে হালনাগাদ প্রকাশ করতে বাধ্য হলো প্রতিষ্ঠানটি। ওয়ালপেপারে ত্রুটির জন্য এমনটা করেছে তারা।

মাইক্রোসফট জানিয়েছে সমস্যাটি ছোট একটি ‘বাগ’-এর জন্য হচ্ছিল। ব্যবহারকারীরা পর্দার ওয়ালপেপার প্রসারিত (স্ট্রেচ) করলে ডেস্কটপে ওয়ালপেপার কালো হয়ে যেত। ফলে নতুন ছাড়া ‘কেবি ৪৫৩৪৩১০’ নামের নিরাপত্তা হালনাগাদটিই হতে যাচ্ছে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের শেষ হালনাগাদ।

মাইক্রোসফট জানিয়েছে, পর্দার রেজল্যুশনের যে সমস্যা হচ্ছে, তা আসন্ন হালনাগাদে ঠিক হয়ে যাবে। এই হালনাগাদটি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ সার্ভার ২০০৮ আর২ এসপি১ ব্যবহারকারীরা পাবেন। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েব পোর্টাল দ্য ভার্জ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান উইন্ডোজ ৭-এর এক্সটেনডেড সিকিউরিটি আপডেট কিনেছিলেন, শুধু তারাই হালনাগাদ করতে পারবে।

হালনাগাদ না করেও এর সমাধান করা যেতে পারে। যেহেতু ওয়ালপেপার প্রসারণজনিত সমস্যা হচ্ছে, তাই ওয়ালপেপার ঠিক করার সময় স্ট্রেচ ভিন্ন অন্য কোনো অপশন নির্বাচন করলে এ সমস্যা আর হবে না। সূত্র: ম্যাশেবল