অনলাইনে ঈদের কেনাকাটা

ঘরে বসে সম্ভব হবে ঈদের কেনাকাটা। ই-কমার্সভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ফিউচার ফর সলিউশন (এফএসবি) এ বছরও ফ্যাশন হাউস রঙ, নগরদোলা, সাদাকালো, মেনজ ক্লাব, প্রবর্তনাসহ ৩৯টি ব্র্যান্ডের ২১ হাজারেরও বেশি পোশাক নিয়ে সাজিয়েছে অনলাইন দোকান ‘বাংলাদেশ ব্র্যান্ডস’ (www.bangladeshbrands.com)। এই সাইটে আরও পাওয়া যাবে ১০ হাজারেরও বেশি ইলেকট্রনিকস পণ্য। গতকাল সোমবার ঢাকার ইএমকে সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব (আইসিটি) নজরুল ইসলাম খান বলেন, ‘কেনাকাটার এই অনলাইন বাজার হয়তো এখন শহর এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ। তবে প্রত্যাশা থাকবে ভবিষ্যতে এতে গ্রামের মানুষও সংযুক্ত হবেন।’ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, ই-কমার্সের ব্যবহার যত বাড়বে, কাগুজে নোট ব্যবহারের প্রচলন তত কমে যাবে। ফলে অর্থ লেনদেনের ঝুঁকি যেমন কমবে, তেমনি সরকারের কাগুজে নোট বাবদ যে খরচ তা-ও কমবে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালক কানন কুমার রায়, কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালক কাজী আনিস ও এফএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান উপস্থিত ছিলেন। এফএসবির ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান জানান, এই অনলাইন দোকান থেকে যেকোনো ব্যাংকের কার্ড দিয়েই লেনদেন করা যাবে। বিকাশের মাধ্যমেও লেনদেন করা সম্ভব। তিনি বলেন, ‘আমরা এই সেবা তাঁদের কাছেই পৌঁছাতে পারব, যেখানে সুন্দরবন, ফেডেক্স কিংবা ডিএইচএল কুরিয়ারের সুবিধা আছে। আমরা প্রত্যাশা করছি, এবার দেশের বাইরে থেকেও অনেকে ঈদের কেনাকাটা করবেন এই স্টোরে।’ —মোজাহিদুল ইসলাম