ঢাকার ঐতিহ্য জানাতে'আওয়ার ঢাকাসিটি'
ঢাকা শহরের ঐতিহ্য, খাবার দোকান এবং বিপণিবিতানসহ নানা তথ্যের সম্ভার নিয়ে নতুন করে সেজেছে আওয়ার ঢাকাসিটি ডটকম নামের একটি সাইট।
সাইটটির উদ্যোক্তারা জানিয়েছেন, অনলাইনে ঢাকার ঐতিহ্য তুলে আনতে তাঁরা সাইটটিকে সাজিয়েছেন। সাইটটির চারটি ক্যাটাগরির মাধ্যমে ঢাকাকেন্দ্রিক নানা তথ্য জানানোর চেষ্টা করছেন তাঁরা। তাঁদের এ উদ্যোগ ঢাকা শহরকে জানতে এবং প্রয়োজনীয় তথ্যের উত্স হিসেবে পর্যটকদের সাহায্য করবে।
আওয়ার ঢাকাসিটি ডটকমে ঢাকার ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলোর ছবি ও বর্ণনা রয়েছে।
সাইটটি ভিজিটের ঠিকানা www.ourdhakacity.com