নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কাজ করবে মাইক্রোসফট ও এটুআই

সারা দেশের ৫ হাজার ২৭৩টি ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কাজ করবে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং মাইক্রোসফট বাংলাদেশ। গতকাল সোমবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে মাইক্রোসফট এবং এটুআইয়ের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ওই ডিজিটাল সেন্টারগুলো সরাসরি সার্ভিস সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে সেবা দিতে পারবে। এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের দক্ষিণ এশিয়া নতুন বাজার বিভাগের মহাব্যবস্থাপক মিশেল সিমন্স ও এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান।
চুক্তি সইয়ের পর কবির বিন আনোয়ার বলেন ‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রতিটি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন এবং প্রতিটি কেন্দ্রে একজন নারী এবং পুরুষ উদ্যোক্তার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে নারী উদ্যোক্তা থাকার কারণে গ্রামাঞ্চলে নারীদের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে ডিজিটাল সেন্টারের নারীদের নিয়ে মাইক্রোসফটের এই প্রশিক্ষণ তাঁদের আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।’
সোনিয়া বশির কবির বলেন, ‘আমরা বিশ্বাস করি নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং প্রযুক্তিতে তাঁদের অংশগ্রহণের বিষয়টি আমার ব্যক্তিগত একটি আগ্রহের জায়গা। চুক্তি হওয়ার ফলে দেশের ডিজিটাল সেন্টারের ৫ হাজার ২০০ জনের বেশি নারীর সঙ্গে কাজ করার সুযোগ পাবে।’
ইতিমধ্যে ১১টি সিটি করপোরেশনের ৪০০ জন এবং ১৫টি জেলা থেকে ১ হাজার ৫০০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে মাইক্রোসফট। চলতি বছরের মধ্যে আরও ৫ হাজার ২০০ জনের বেশি নারী এই প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে এ-গ্রেড পাওয়া নারীরা সরাসরি কল সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবেন।