চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গ্রোক চ্যাটবট হালনাগাদ করছে এক্স

গ্রোক চ্যাটবটরয়টার্স

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ‘গ্রোক’ চ্যাটবটের হালনাগাদ সংস্করণ আনতে যাচ্ছে এক্স (সাবেক টুইটার)। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি ‘গ্রোক ১.৫’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটি ব্যবহার করে বর্তমানের তুলনায় দ্রুত অনলাইন থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন এক্স ব্যবহারকারীরা।

এক্সের মালিক ইলন মাস্ক এক বার্তায় জানিয়েছেন, গ্রোক ১.৫ চ্যাটবটটি আগামী সপ্তাহ থেকে এক্সে ব্যবহার করা যাবে। চ্যাটবটটির পরবর্তী সংস্করণ গ্রোক ২ তৈরির কাজ চলছে। যেকোনো বিবেচনায় গ্রোক ২ বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সব সুবিধাকে ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন

গত বছরের ডিসেম্বরে গ্রোক চ্যাটবট চালু করে এক্স। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটি ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এক্স ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক। এর ফলে গ্রোক ব্যবহার করে যেকোনো বিষয়ে দ্রুত হালনাগাদ তথ্য জানা যায়।

আরও পড়ুন

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির জন্য গত বছরের জুলাই মাসে ‘এক্সএআই’ প্রতিষ্ঠান চালু করেন ইলন মাস্ক। ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলার সাবেক কর্মীদের নিয়ে গড়া এক্সএআই প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস