এক্সে শর্ত পূরণ করেও আয়ের সুযোগ পাবেন না যাঁরা

বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে অর্থ আয়ের নতুন নিয়ম করেছে এক্সরয়টার্স

বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দিয়ে থাকে এক্স (সাবেক টুইটার)। ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ সুবিধার আওতায় যেসব নির্মাতার কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হয়, তাঁদের আয়ের নির্দিষ্ট অংশ দিয়ে থাকে খুদে ব্লগ লেখার সাইটটি। তবে এবার ভুয়া তথ্য ছড়ালে যোগ্যতা থাকা সত্ত্বেও জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের অর্থ দেবে না এক্স।

এক্সের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, এক্সে চালু থাকা কমিউনিটি নোটস ফ্যাক্ট চেকের মাধ্যমে কোনো কনটেন্টের বিরুদ্ধে ভুয়া বা মিথ্যা তথ্যের অভিযোগ পাওয়ার পর সংশোধন করা হলে সেই কনটেন্ট নির্মাতা বিজ্ঞাপনী আয়ের অর্থ পাবেন না। এক্সে ভুয়া তথ্য ঠেকাতেই এ উদ্যোগ।

আরও পড়ুন

এক্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে এক্সের কমিউনিটি নোটস ফ্যাক্ট চেক সুবিধা চালু রয়েছে। এ সুবিধার মাধ্যমে এক্সে আদান-প্রদান করা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারেন অন্য ব্যবহারকারীরা। অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ভুয়া তথ্যযুক্ত পোস্ট সংশোধন বা মুছে ফেলে এক্স। নতুন এ উদ্যোগের মাধ্যমে ভুয়া তথ্য পোস্ট করা কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ বন্ধ করল এক্স। এর ফলে এক্সে ভুয়া তথ্য বা সংবাদ প্রচারের ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, এক্সে রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত আয় করা যায়। এ জন্য অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারের পাশাপাশি কমপক্ষে ৫০০ ফলোয়ার বা অনুসারী থাকতে হয় কনটেন্ট নির্মাতাদের। শুধু তা–ই নয়, বিজ্ঞাপনী আয়ের অর্থ পাওয়ার জন্য কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে থাকা বিভিন্ন পোস্টে মোট ৫০ লাখ ভিউ থাকতে হয়।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন