যেসব নতুন এআই সুবিধার ঘোষণা দিলে গুগল

গুগলের মেসেজেস অ্যাপে বার্তার খসড়া লিখে দেবে জেমিনি চ্যাটবটছবি: গুগল

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) স্মার্টফোন, গাড়ি ও পরিধেয় যন্ত্রের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন সুবিধার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এসব সুবিধার ফলে গুগল মেসেজেস অ্যাপে জেমিনি ব্যবহার করা যাবে আর অ্যান্ড্রয়েড অটোতে এআই দিয়ে প্রাপ্ত বার্তার সারাংশ লিখে নেওয়া যাবে।

এমডব্লিউসিতে দেওয়া ঘোষণায় গুগল জানিয়েছে, গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের সাহায্যে বার্তার খসড়া লিখে নেওয়া যাবে। এ ছাড়া জিমেইল ও গুগল ক্যালেন্ডারের মিটিং শিডিউল অনুযায়ী গুগল মেসেজেস অ্যাপে বার্তা লিখতে সহায়তা করবে জেমিনি। এ সপ্তাহ থেকে সুবিধাটি গুগল মেসেজেস অ্যাপে উন্মুক্ত করার কাজ চলছে। বর্তমানে সুবিধাটি বেটা সংস্করণে এবং শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাচ্ছে। গুগল মেসেজেস অ্যাপ ছাড়াও গাড়ির জন্য অ্যান্ড্রয়েড অটোতেও কৃত্রিম এআই সুবিধা আনছে গুগল। এর ফলে অ্যান্ড্রয়েড অটো গাড়ির ইনফোটেইনমেন্ট ইউনিটে যুক্ত থাকলে চলন্ত অবস্থায় আসা বার্তার সারাংশ দেখাবে এআই। এমনকি বার্তার উত্তর দিতেও সহায়তা করবে এআই।

এ ছাড়া গুগলের লুকআউট অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে এআইয়ের সাহায্যে ক্যাপশন লিখে নেওয়া যাবে। এর ফলে অডিও আধেয় বা কনটেন্টে থাকা লেখা তৈরি সহজ হবে। পাশাপাশি গুগলের সার্কেল টু সার্চ সুবিধাটি এখন স্যামসাংয়ের গ্যালাকইস এস ২৪ সিরিজ ছাড়াও অন্যান্য অ্যান্ড্রয়েড যন্ত্রের জন্য উন্মুক্ত করতে কাজ করছে গুগল।
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগল ডকসে প্রবেশ করে কোনো লেখায় হাতে লেখা নোটস দেওয়া যাবে। নথির কোনো একটি অংশকে চিহ্নিত করতে ভিন্ন রকম কলম ও রং ব্যবহার করা যাবে।

ওয়্যারওএসেও এআই হালনাগাদ আনার ঘোষণা দিয়েছে গুগল। এখন স্মার্ট ঘড়িতেই সরাসরি বোর্ডিং পাস, অনুষ্ঠানের টিকিট, জিমের সদস্য কার্ড ও লয়ালিটি কার্ডের মতো গুগল ওয়ালেট পাসে প্রবেশ করা যাবে। এ ছাড়া কণ্ঠ ব্যবহার করে পথনির্দেশনা দেখা যাবে।

সূত্র: লাইভমিন্ট ডট কম ও টেকক্রাঞ্চ