নেদারল্যান্ডসে তদন্তের মুখে ডিপসিক, কেন

ডিপসিকরয়টার্স

গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। প্রযুক্তিবিশ্বে সাড়া ফেললেও ডিপসিক চ্যাটবটের তথ্য সংগ্রহের পদ্ধতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপজুড়ে। এরই মধ্যে ব্যবহারকারীদের দেওয়া তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইতালির অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ডিপসিক চ্যাটবট অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। এবার ডিপসিকের তথ্য সংগ্রহের পদ্ধতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের গোপনীয়তা পর্যবেক্ষণ সংস্থা এপি।

এপির চেয়ারম্যান অ্যালাইড উলফসেন জানিয়েছেন, ডিপসিক ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের দেশগুলোর নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেবল কঠোর শর্তে বিদেশে সংরক্ষণ করা যেতে পারে, যা ডিপসিককে অবশ্যই মেনে চলতে হবে। ডিপসিকের গোপনীয়তা নীতিমালা নিয়ে গুরুতর উদ্বেগের কারণে সতর্কতা জারি করেছে এপি।

আরও পড়ুন

ডিপসিকের তথ্য সংগ্রহের পদ্ধতি তদন্তের জন্য ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও যোগাযোগ শুরু করেছে এপি। সংস্থাগুলোর সঙ্গে ডিপসিকের কার্যক্রম সম্পর্কে তথ্য বিনিময় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড ও ফ্রান্সও ডিপসিকের কাছ থেকে তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ডিপসিকের তথ্য সংগ্রহের পদ্ধতি অন্যান্য জেনারেটিভ এআই প্ল্যাটফর্মের মতোই। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটিও শুরুতে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য সমালোচিত হয়েছিল। এমনকি গোপনীয়তা উদ্বেগের কারণে ইতালিতে সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছিল চ্যাটজিপিটি।

সূত্র: রয়টার্স