মেটা এআইয়ের সঙ্গে আলোচনার তথ্য গোপন রাখতে হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

প্রাইভেট প্রসেসিং সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও বার্তার গোপনীয়তা রক্ষায় নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘প্রাইভেট প্রসেসিং’ নামের এই সুবিধা চালু থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘মেটা এআই’–এর সঙ্গে ব্যবহারকারীদের আলোচনার কোনো তথ্য সংরক্ষণ করবে না হোয়াটসঅ্যাপ। এর ফলে মেটা এআই ব্যবহারকারীদের তথ্য বর্তমানের তুলনায় নিরাপদে থাকবে।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, প্রাইভেট প্রসেসিং সুবিধা চালু থাকলে মেটা এআইয়ের সঙ্গে আলোচনার সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াকরণ শেষে মুছে ফেলা হবে। এমনকি ব্যবহারকারীদের আইপি ঠিকানা বা পরিচয় ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে না। ফলে চ্যাট সেশন শেষ হওয়ার পর মেটা, হোয়াটসঅ্যাপ বা তৃতীয় কোনো প্রতিষ্ঠান তথ্যগুলো জানতে পারবে না।

আরও পড়ুন

মেটার তথ্যমতে, প্রাইভেট প্রসেসিং সুবিধায় ওব্লিভিয়াস এইচটিটিপি (ওএইচটিটিপি) নামের একটি বিশেষ ওয়েব প্রটোকল ব্যবহার করা হয়েছে। এর ফলে বার্তা ও ব্যবহারকারীদের পরিচয় আলাদা দুটি চ্যানেলে পাঠানো যায়। ফলে একটি রিলে সার্ভারে ব্যবহারকারীদের আইপি ঠিকানা এবং অন্যটিতে শুধু বার্তা দেখা যাবে। আর তাই মেটা, হোয়াটসঅ্যাপ বা তৃতীয় কোনো প্রতিষ্ঠান মেটা এআই ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ তথ্য একসঙ্গে জানতে পারবে না।

প্রাইভেট প্রসেসিং সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশের নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেটিংসে প্রবেশ করে সুবিধাটি চালু বা বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া