জিপের তৈরি এই বৈদ্যুতিক গাড়ির দাম কত জানেন

ওয়াগনিয়ার এস মডেলের গাড়ি

জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে। আর তাই বেশির ভাগ বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই ধীরে ধীরে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে শুরু করেছে। এবার যুক্তরাষ্ট্রের বাজারে ‘ওয়াগনিয়ার এস’ মডেলের নতুন বৈদ্যুতিক গাড়ি উন্মুক্ত করেছে জিপ। গাড়িটির দাম ৭১ হাজার ৯৯৫ মার্কিন ডলার বা ৮৪ লাখ ২৩ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১৭ টাকা ধরে)।

শক্তিশালী গাড়ির বাজারে বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে জিপ ব্র্যান্ডের গাড়ির। গত কয়েক বছরে বিভিন্ন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি তৈরি করলেও সেগুলোর মধ্যে শক্তিশালী গাড়ির সংখ্যা বেশ কম। আর তাই জিপের তৈরি বৈদ্যুতিক গাড়িটি বেশ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে। জিপ জানিয়েছে, সাধারণ বৈদ্যুতিক গাড়ির তুলনায় ওয়াগনিয়ার এস মডেলের গাড়িটি ৩৫ শতাংশ নিঃশব্দে চলতে পারে। সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আসবে গাড়িটি।

আরও পড়ুন

আকর্ষণীয় নকশার ওয়াগনিয়ার এস মডেলের গাড়িটির গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ মাইল। ড্যাশবোর্ডজুড়ে ৪৫ ইঞ্চি পর্দার বিশাল ডিজিটাল ডিসপ্লে যুক্ত গাড়িটিতে ১০০ কিলোওয়াটের ব্যাটারি রয়েছে, যা মাত্র ২৩ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফোর-হুইল ড্রাইভ সুবিধার গাড়িটি সর্বনিম্ন ৩.৪ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এসব সুবিধার পাশাপাশি ‘অটো’, ‘স্পোর্ট’, ‘ইকো’, ‘স্নো’ ও ‘স্যান্ড’ নামের পাঁচটি ড্রাইভ মোড থাকায় সব ধরনের রাস্তায় স্বচ্ছন্দে চালানো যায় গাড়িটি।

সূত্র: মটরট্রেন্ড ডটকম

আরও পড়ুন