বৈদ্যুতিক গাড়ি পুরো চার্জ হবে পাঁচ মিনিটেই

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি দ্রুত চার্জ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকরয়টার্স

জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির (ইভি) উৎপাদন ও ব্যবহার বাড়ছে। কিন্তু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পুরোপুরি চার্জ করতে ৮ থেকে ১০ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। শুধু তা-ই নয়, বিদ্যুৎ সমস্যা হলে ব্যাটারি চার্জও ঠিকমতো করা যায় না। এ সমস্যা সমাধানে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পুরো চার্জ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের এ গবেষণাপত্র জুল নামের একটি গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, ব্যবহার বাড়লেও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চার্জ নিয়ে অনেকেই শঙ্কিত থাকেন। বর্তমানে ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমেও গাড়ির ব্যাটারি পুরো চার্জ করতে কমপক্ষে ৩০ মিনিট সময়ের প্রয়োজন হয়। কিন্তু নতুন এ প্রযুক্তি ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পুরো চার্জ করা সম্ভব।

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি দ্রুত পুরো চার্জ করার জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চার্জারে ইনডিয়াম নামের ধাতু ব্যবহার করেছেন। এই ধাতু সাধারণত টাচস্ক্রিন ও সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত হয়। গবেষকদের দাবি, ইনডিয়াম ধাতু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি দ্রুত চার্জ করার পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণেও সাহায্য করবে। ফলে আশা করা যাচ্ছে, এই প্রযুক্তি চালু হলে ছোট ব্যাটারির মাধ্যমেই দীর্ঘ পথ ভ্রমণ করা যাবে।

আরও পড়ুন

নতুন এ প্রযুক্তি সুবিধা উন্মুক্ত হলে বৈদ্যুতিক গাড়িতে বড় আকারের ব্যাটারি ব্যবহারের প্রয়োজন হবে না। ফলে বর্তমানের তুলনায় কম দামে বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে। শুধু তাই নয়, ভ্রমণের সময় ব্যাটারির চার্জ শেষ হলেও দ্রুত চার্জ করা যাবে।

সূত্র: বিজিআর ডটকম

আরও পড়ুন