বিদ্যুৎ-চালিত পিকআপ তৈরি করেছে ভিয়েতনামের ভিনফাস্ট

ভিএফ ওয়াইল্ড পিকআপ

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি বিদ্যুৎ-চালিত পিকআপ ‘সাইবার ট্রাক’ নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। এবার ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট ‘ভিএফ ওয়াইল্ড’ নামের বিদ্যুৎ-চালিত পিকআপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে নিজেদের তৈরি বিদ্যুৎ-চালিত পিকআপ প্রদর্শনও করেছে প্রতিষ্ঠানটি।

ভিএফ ওয়াইল্ড নামের বিদ্যুৎ-চালিত পিকআপটিতে চারটি দরজা, দুই সারিতে বসার জায়গা ও পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি কার্গো বেড রয়েছে। প্রয়োজনের সময় পিকআপটির যাত্রীদের বসার আসন ভেতরের দিকে ভাঁজ করে রাখা যায়। ফলে কার্গো বেডের পাশাপাশি আরও তিন ফুট বেশি জায়গায় মালামাল বহন করা সম্ভব।

ভিনফাস্টের তথ্যমতে, ভিএফ ওয়াইল্ড পিকআপটি মূলত বিদ্যুৎ-চালিত পিকআপের নমুনা হিসেবে তৈরি করা হয়েছে। এই নমুনা অনুসরণ করেই ভবিষ্যতে বিদ্যুৎ-চালিত পিকআপ তৈরি করা হবে। আকারে ছোট হওয়ায় টেসলার সাইবার ট্রাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে না পিকআপটিকে।

ভিএফ ওয়াইল্ড ছাড়াও ভিএফ থ্রি নামের একটি বিদ্যুৎ-চালিত এসইউভি প্রদর্শন করেছে ভিনফাস্ট। গাড়িটি ভিয়েতনামে পাওয়া যাচ্ছে এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হবে। দুই দরজার এই বিদ্যুৎ-চালিত এসইউভিটি আকারে বেশ ছোট। একবার চার্জে ১২৫ মাইল পথ পাড়ি দিতে পারে গাড়িটি।

সূত্র: সিএনএন