দেশে নতুন মডেলের হোন্ডা সিবিআর

হোন্ডা সিবিআর ১৫০আর মোটরবাইকের উন্মোচন অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

দেশে ২০২৩ মডেলের হোন্ডা সিবিআর ১৫০আর মোটরবাইক এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। মোটরবাইকটিতে এয়ার ফিল্টার হিসেবে ভিসকস পেপার ফিল্টারের পাশাপাশি প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (পিজিএম-এফআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। লিকুইড কুলড ইঞ্জিনে দ্রুতগতি তোলার জন্য রয়েছে ওয়েট স্লিপার ক্লাচ। ফলে নিরাপদে পথ চলার পাশাপাশি স্পোর্টস বাইকের অভিজ্ঞতা মিলবে হোন্ডা সিবিআর ১৫০আর মোটরবাইকে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজা‌রে মো‌নেম বিজ‌নেস ডিস্ট্রিক্টে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরবাইকটি প্রদর্শনের পাশাপাশি বাজারে আনার ঘোষণা দেন বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা শিগেরো মাতসুজাকি।

অনুষ্ঠানে বিএইচএলের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘সারা দেশে আমাদের ১৭৭টি ফোর এস সেন্টার রয়েছে। বিক্রয়, সেবা, খুচরা যন্ত্রাংশ ও নিরাপদ যাত্রার জন্য সবকিছুই এসব সেন্টারে পাওয়া যায়। গ্রাহকদের জন্য আমরা টোল ফ্রি হেল্পলাইন নম্বরে যোগাযোগের ব্যবস্থা রেখেছি। হোন্ডার সব ধরনের আসল যন্ত্রাংশ মিলবে ফোর এস সেন্টারে। হোন্ডা সিবিআর ১৫০আর বাইকপ্রেমীদের আশা পূরণ করতে পারবে বলে আমি আশাবাদী।’

আরও পড়ুন

অনুষ্ঠানে জানানো হয়, মোটরবাইকটিতে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের সঙ্গে ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, এলইডি হেডলাইট, বড় ডিজিটাল প্যানেল মিটার, ইনভার্টেড ফ্রন্ট সাসপেনশন, প্রো-লিংক রিয়ার সাসপেনশন, সুইং আর্ম মনোশক সুবিধাও রয়েছে। ১৪৯.১৬ সিসির ৪-স্ট্রোক, ডিওএইচসি, ৪-ভাল্বের ইঞ্জিনযুক্ত ইন্দোনেশীয় সংস্করণের এ মোটরবাইকের সর্বোচ্চ অশ্বশক্তি (এইচটি) ৯ হাজার আরপিএমে ১৬.৮৭ এইচপি এবং ৭ হাজার আরপিএমে সিবিআর ১৪.৪ নিউটন মিটার (এনএম) পর্যন্ত।

আরও পড়ুন

ভিক্টরি রেড ব্ল্যাক ও মটো জিপি রঙে বাজারে আসা মোটরবাইকটির দাম ৫ লাখ ৬৫ হাজার টাকা। মটো জিপি সংস্করণ কিনতে অতিরিক্ত ১০ হাজার টাকা যোগ করতে হবে। ২ বছর অথবা ২০ হাজার কিলোমিটার (যেটা আগে আসে) পর্যন্ত ওয়ারেন্টি এবং ৫ বছর পর্যন্ত বিনা মূল্যে সেবাও পাওয়া যাবে মোটরবাইকটিতে।

আরও পড়ুন