ঢাকায় নিজেদের গাড়ির সার্ভিস সেন্টার চালু করল চেরি

একসঙ্গে ১৭টি গাড়ি মেরামত করা যাবে এই সার্ভিস সেন্টারেসংগৃহীত

রাজধানী ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় গাড়ি মেরামতের নিজস্ব সার্ভিস সেন্টার চালু করেছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি। গত শনিবার চালু হওয়া সেন্টারটিতে একসঙ্গে ১৭টি গাড়ি মেরামতের পাশাপাশি চেরি গাড়ির সব ধরনের যন্ত্রাংশ পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চেরি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই বছর ধরে বাংলাদেশে নিজেদের ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি বাজারজাত করছে চেরি বাংলাদেশ। নতুন এই সেন্টারটিতে একদল দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ান রয়েছে। ফলে ক্রেতারা সহজেই চেরি গাড়ির বিক্রয়োত্তর সেবা পাবেন।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে চেরি বাংলাদেশের মুখপাত্র লাথিস পামুনুয়া বলেন, সেন্টারটি বাংলাদেশের গাড়ির শিল্পে নতুন আঙ্গিক যোগ করল। এটি চেরির ক্রেতাদের প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দায়বদ্ধতার একটি অসাধারণ নজির।

অনুষ্ঠানে বাংলাদেশে চেরি গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন