গুগলের আই/ও সম্মেলনে আসতে পারে যেসব ঘোষণা
নিজেদের ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০২৪’ আয়োজনের দিনক্ষণ ঘোষণা করেছে গুগল। আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টায় এ সম্মেলন শুরু হবে। বরাবরের মতোই রীতি মেনে এবারও সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এক দিনের এ সম্মেলনে গুগল তার ভবিষ্যৎ প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। আর তাই সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা।
ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বড় ধরনের ঘোষণা দিতে পারে গুগল। গত বছর এআই প্রযুক্তিতে বেশ বিনিয়োগ করেছে গুগল। পাশাপাশি নিজেদের বিভিন্ন প্রযুক্তিতেও এআই–সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আর তাই সম্মেলনে এআইভিত্তিক নতুন কিছু পণ্য বা প্রযুক্তির ঘোষণা দিতে পারে গুগল।
সম্প্রতি গুগল এক ঘোষণায় জানিয়েছে, ভবিষ্যতে গুগলের সার্চ ফলাফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট ফিল্টার করা হবে। এর ফলে কৃত্রিমভাবে তৈরি কনটেন্ট সার্চ ফলাফলের সামনে দেখা যাবে না। সম্মেলনে এ সুবিধার পাশাপাশি প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি দিয়ে পুনরায় ছবি তৈরির সুযোগ চালুর ঘোষণা আসতে পারে।
সম্মেলনে নতুন মডেলের পিক্সেল ফোন আনার ঘোষণা দিতে পারে গুগল। পিক্সেল ফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ঘোষণাও আসতে পারে। সম্মেলনে নির্বাচিত ডেভেলপারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও অংশ নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য গুগল এবারও অনলাইনে সম্মেলন সরাসরি সম্প্রচার করবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি গুগল আইও সম্মেলনের খুঁটিনাটি তথ্য জানা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে