ইনস্টাগ্রামে ছবিকে আকর্ষণীয় করতে নতুন সুবিধা
ইনস্টাগ্রামে রিলস ভিডিও এবং স্টোরি প্রকাশের আগে চাইলেই ছবি বা ভিডিওর ওপর সংক্ষিপ্ত বার্তা লেখা যায়। এর ফলে ছবি বা ভিডিওগুলোকে আকর্ষণীয়ভাবে অন্য ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা সম্ভব। এবার পোস্ট করা ছবিতেও স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত বার্তা লেখার পাশাপাশি ফটো স্টিকার যুক্তের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।
গতকাল বুধবার এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পোস্ট করার আগেই ছবির ওপর পছন্দের বার্তা ও ফটো স্টিকার যুক্ত করতে পারবেন। ছবির ওপর বার্তা লেখার জন্য নতুন ফন্টও যুক্ত করা হয়েছে। ফলে অন্য অ্যাপের সহায়তা ছাড়াই সহজে ছবিতে বার্তা ও স্টিকার যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
ছবিতে বার্তা যুক্তের জন্য ইনস্টাগ্রাম ফিডের নিচের মাঝখানে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দের ছবি নির্বাচন করে ওপরে থাকা নেক্সট বাটনে ক্লিক করলেই পরের পৃষ্ঠার ডানে এএ নামের নতুন অপশন দেখা যাবে। অপশনটিতে ট্যাপ করে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল, আকার ও রং নির্বাচন করলেই ছবির ওপর বার্তা লেখা যাবে।
সূত্র: ম্যাশেবল