আর্থিক খাতে প্রযুক্তি প্রয়োগে পুরস্কার পেল যারা
রাজধানীতে একটি জমকালো অনুষ্ঠানে গত শনিবার রাতে দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আর্থিক খাতে প্রযুক্তির প্রয়োগে (ফিনটেক) ২৮টি উদ্ভাবনী উদ্যোগ এবার পুরস্কার পেয়েছে।
মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এ আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ ফিনটেক ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর ১১টি শ্রেণিতে ১৪টি উদ্ভাবন বিজয়ী হয়েছে। আরও ১৪টি উদ্ভাবন সম্মাননা স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, গত কয়েক বছরে ফিনটেকের কল্যাণে বাংলাদেশ অর্থনীতির বিস্তারে বেশ কিছু ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথে ফিনটেকের ভূমিকা অপরিহার্য।
বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে ফিনটেক খাতের সম্ভাবনা অপরিসীম। এখানে সমবেত আমরা সবাই দেশের ফিনটেক শিল্পকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’ পুরস্কার প্রদানের আগে একই দিনে অনুষ্ঠিত হয় চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিট।
ফিনটেক সামিট ও ফিনটেক অ্যাওয়ার্ড আয়োজনে সহযোগিতা করে অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই), ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস ফাউন্ডেশন, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক, বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, আমরা টেকনোলজিস লিমিটেড ও ব্যাকপেজ পিআর।
চলতি বছরের ৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত পুরস্কারের জন্য নিবন্ধন কার্যক্রম চলে। এবারে মোট ১২৩টি মনোনয়ন জমা পড়ে। বিচারকমণ্ডলী ২১ থেকে ২৩ আগস্ট পাঁচটি অধিবেশন করে পুরস্কারের জন্য উদ্ভাবনী উদ্যোগ বাছাই করেন। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের ২০ জন বিশেষজ্ঞদের বহুমুখী পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ায় চূড়ান্ত বিজয়ীদের বাছাই করা হয়।
যেসব উদ্ভাবনী উদ্যোগ পুরস্কার পেল
প্রযুক্তি শ্রেণিতে ‘বিজয়ী’ পুরস্কার পেয়েছে ম্যাগনাস করপোরেশনের ব্রোকারেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই শ্রেণিতে বিশেষ সম্মাননা পেয়েছে ভেরিফাই (বাড়িকই টেকনোলজিস) ও বিকাশ লয়্যালটি (বিকাশ লিমিটেড)।
ফিন্যান্সিয়াল ইনক্লুশন শ্রেণিতে বিজয়ী হয়েছে বিকাশ: ফাইভ সেভিংস ইন ওয়ান অ্যাপ (বিকাশ লিমিটেড)। বিশেষ সম্মাননা পেয়েছে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের হিসাব খোলার কাগজহীন ব্যবস্থা (সেবা ফিনটেক) ও তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ডিজিটাল বিমা (গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স)।
ব্যাংক শ্রেণিতে বিজয়ী আইএফআইসি উপশাখা (আইএফআইসি ব্যাংক) ও বেস্ট ইনোভেটিভ ব্যাংক ইন বাংলাদেশ (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক)। সম্মাননা পুরস্কার পেয়েছে ইউনেট এন্টারপ্রাইজ (ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক) ও প্রাইমঅ্যাগ্রিম (প্রাইম ব্যাংক)।
ডিজিটাল লেন্ডিং শ্রেণিতে বিজয়ী হয়েছে বিকাশ ন্যানো লোন (বিকাশ লিমিটেড) ও অগ্রিম সিওডি (ডেলিভারি টাইগার)। সম্মাননা পুরস্কার পেয়েছে আইপিডিসি ইজেড (আইপিডিসি ফিন্যান্স) ও ডিজিটাল ন্যানো লোন (এরা ইনফোটেক ও ব্যাংক এশিয়া)।
পেমেন্ট শ্রেণিতে বিজয়ী হয়েছে ভয়েস পেমেন্ট (হিসাব টেকনোলজিস)। সম্মাননা পেয়েছে বিকাশ সিনার্জি (বিকাশ লিমিটেড) ও একপে (এটুআই)।
বিমা শ্রেণিতে বিজয়ী হলো ফার্মেসি বন্ধু (গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি) ও গার্ডিয়ান ক্যানসার কেয়ার (গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স)। এই শ্রেণিতে সম্মাননা পুরস্কার পেয়েছে মিলভিক নারী (মিলভিক বাংলাদেশে লিমিটেড)।
এমএফএস-ডিএফএস শ্রেণিতে বিজয়ী হলো দ্য বিকাশ জেনারেশন (বিকাশ লিমিটেড)। বিশেষ সম্মাননা পেয়েছে উপায় চাকা (ইউসিবি ফিনটেক কোম্পানি)।
রেমিট্যান্স শ্রেণিতে বিজয়ী বিকাশ পেওনিয়ার (বিকাশ লিমিটেড)। সম্মাননা পেয়েছে সিটি রেমিট (দি সিটি ব্যাংক)।
স্টার্টআপ শ্রেণিতে বিজয়ী পুরস্কার পেয়েছে এসম্যানেজার। এনবিএফআই শ্রেণিতে বিজয়ী আইপিডিসি ইজেড (আইপিডিসি ফিন্যান্স)। ইনভেস্টমেন্ট শ্রেণিতে বিশেষ সম্মাননা পেয়েছে আইব্রোকার (লংকাবাংলা ইনোভেশন সিস্টেম)।