ক্রোম ব্রাউজারে আবারও নিরাপত্তাত্রুটি

পুরোনো সংস্করণের ক্রোম ব্রাউজারে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছেরয়টার্স

বছরজুড়ে ক্রোম ব্রাউজারের নিরাপত্তা নিয়ে বেশ ভালোই বিপদে পড়েছে গুগল। এবার ক্রোম ব্রাউজারের একাধিক সংস্করণে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, এসব ত্রুটির মধ্যে বেশ কয়েকটি ভয়ংকর। ফলে উচ্চমাত্রার নিরাপত্তা শঙ্কা রয়েছে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন পুরোনো সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের পুরোনো সংস্করণে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে ‘ডিনায়েল অব সার্ভিস’ ঘরানার সাইবার হামলা চালাতে পারে সাইবার অপরাধীরা। শুধু তা–ই নয়, চাইলেই কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীদের অজান্তে বিভিন্ন ক্ষতিকর ওয়েবসাইটও চালু করতে পারে।

আরও পড়ুন

জানা গেছে, উইন্ডোজের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ‘১১৯.০.৬০৪৫.১২৩/১২৪’ এবং ম্যাক ও লিনাক্সের জন্য তৈরি ‘১১৯.০.৬০৪৫.১২৩’ সংস্করণের আগের সব সংস্করণে এসব ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ফলে অসংখ্য ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।

সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন