ইনস্টাগ্রামের ‘ফটো ক্যারোসেল’–এ গান শোনার সুযোগ আসছে

ছবি: দি ভার্জ

ইনস্টাগ্রামে দেওয়া ‘ফটো ক্যারোসেল’–এ গান যোগ করার সুবিধা চালু হতে যাচ্ছে। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন। সে ঘোষণায় আরও উল্লেখ করা হয়, নতুন এ সুবিধাটি বেশ কিছু দেশে চালু হয়েছে এবং পরে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন।

ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করার সুবিধা রয়েছে। নতুন এ সুবিধা চালু হলে ফটো ক্যারোসেল বা একসঙ্গে অনেক ছবির পোস্টে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা গান শোনার সঙ্গে একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখতে পারবেন।

এ ছাড়া মেটা প্রধান ইনস্টাগ্রাম নোটস ফিচারেও গান যোগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ সুবিধাটি পোস্ট ও রিলে গান যোগ করার মতোই হবে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসে থাকা গান ও গায়কের নামও দেখার সুযোগ পাবেন অন্যরা। তবে নতুন এ সুবিধাটি কোন কোন দেশে চালু রয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, ইনস্টাগ্রাম ক্যারোসেল হলো নির্দিষ্ট একধরনের পোস্ট, যাতে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা ও সোয়াইপ করে পরবর্তী ছবিগুলো দেখা যায়।
সূত্র: দ্য ভার্জ