পাবলিক স্পেসে ফোন চার্জ করলে ম্যালওয়্যার সংক্রমণ হতে পারে

পাবলিক স্পেসে ফোন চার্জ করতে সতর্ক করেছে এফবিআইরয়টার্স

ভ্রমণের সময় অনেকেই বিমানবন্দর, শপিং মল, হোটেলের ইউএসবি চার্জার স্টেশনের মাধ্যমে মুঠোফোন চার্জ করেন। চার্জের সমস্যা মিটলেও এতে আপনার মুঠোফোনের সব তথ্য সাইবার অপরাধীদের দখলে চলে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বিমানবন্দর ও হোটেলের চার্জার স্টেশন থেকেও মুঠোফোনে ম্যালওয়্যার সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আরও পড়ুন

এফবিআই জানিয়েছে, চার্জার স্টেশনের মাধ্যমে মুঠোফোন চার্জ করলে সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলে মুঠোফোন থেকে ব্যক্তিগত ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড এবং ছবির মতো সংবেদনশীল তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা। তাই পাবলিক স্পেসে থাকা চার্জার স্টেশনের বদলে নিজস্ব চার্জার এবং ইউএসবি কর্ড ব্যবহার করা উচিত। একান্ত বাধ্য হয়ে চার্জার স্টেশন ব্যবহার করতে হলে মুঠোফোনে অনলাইন লেনদেন বা পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন

এফবিআইয়ের তথ্যমতে, ই-মেইল ও বার্তার সঙ্গে বিভিন্ন ভুয়া লিংক যুক্ত করে সাইবার হামলা চালিয়ে থাকে সাইবার অপরাধীরা। এ ক্ষেত্রে মুঠোফোনে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, ডেবিট বা ক্রেডিট কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বার্তা পাঠিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়। অনলাইনে নিরাপদ থাকতে অবাঞ্ছিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পাশাপাশি ই-মেইল বা ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে পরীক্ষা করতে হবে।

উল্লেখ্য, বিভিন্ন প্রতিষ্ঠান বা পাবলিক স্পেসে বসানো চার্জিং স্টেশনগুলোয় সাধারণ ইউএসবি ডেটা কেব্‌লের মাধ্যমে মুঠোফোন চার্জ করতে হয়। ডেটা কেব্‌লের অন্য প্রান্তে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহের পাশাপাশি মুঠোফোনে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করায় সাইবার অপরাধীরা।
সূত্র: ডেইলি মেইল