আপনার আইফোন ও আইপ্যাড নিরাপদ তো

আইফোন ও আইপ্যাডে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছেরয়টার্স

অ্যাপলের আইওএস ও আইপ্যাড ওএসে ভয়ংকর নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা আইফোন ও আইপ্যাডের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফিশিংয়ের মতো সাইবার হামলা চালাতে পারে। এ নিরাপত্তাত্রুটির কারণে আইওএস ১৬.২ ও আইপ্যাড ১৬.২ ওএসের আগের সব সংস্করণে চলা আইফোন ও আইপ্যাড যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারে। আইওএস ও আইপ্যাড ওএসে থাকা এ নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট)।

আরও পড়ুন

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, আইওএস ও আইপ্যাড ওএসে থাকা নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। তাই সতর্ক হতে হবে ব্যবহারকারীদের। সমস্যা সমাধানে সম্প্রতি উন্মুক্ত হওয়া আইওএস ১৬.২ ও আইপ্যাড ১৬.২ ওএস সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

আরও পড়ুন

আইওএস ১৬.২ ও আইপ্যাড ১৬.২ ওএস সংস্করণ পুরোনো বেশ কিছু মডেলের আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যায় না। ফলে সাইবার হামলার কবলে পড়তে পারেন লাখ লাখ আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।

আরও পড়ুন

নিরাপত্তাহীন যন্ত্রের তালিকায় রয়েছে আইফোন ৮, আইফোন ৭, আইফোন ৬ এস, আইফোন এসই, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার থ্রি, আইপ্যাড মিনি, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ২, আইপ্যাড মিনি ৪ ইত্যাদি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া