কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবি তৈরি করে দেবে বিং সার্চ ইঞ্জিন

লেখার বিষয়বস্তু বুঝে নিজ থেকেই ছবি তৈরি করে দেবে বিং সার্চ ইঞ্জিনমাইক্রোসফট

লেখার বিষয়বস্তু বুঝে নিজ থেকেই প্রয়োজনীয় ছবি তৈরি করে দেবে বিং সার্চ ইঞ্জিন। এর ফলে অনলাইনে খুঁজে না পেলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী ছবি তৈরি করা যাবে। নতুন এ সুবিধা দিতে সার্চ ইঞ্জিনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘বিং ইমেজ ক্রিয়েটর’ যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তথ্যমতে, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি ড্যাল-ই (ডিএএলএল-ই) ডিপ লার্নিং মডেল কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রয়োজনীয় ছবি তৈরি করে দেবে বিং ইমেজ ক্রিয়েটর।

আরও পড়ুন

মাইক্রোসফট জানিয়েছে, বিং ব্যবহারকারীদের অনলাইনে তথ্য খোঁজার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছবি। আগে ব্যবহারকারীরা শুধু অনলাইনে থাকা ছবি অনুসন্ধান করতে পারতেন। এখন থেকে নিজেদের প্রয়োজনমতো ছবিও তৈরি করতে পারবেন। ছবির বিষয়বস্তু বা বর্ণনা লিখে দিলেই ছবি তৈরি করে দেবে বিং সার্চ ইঞ্জিন। চাইলে নিজেদের কল্পনা বা সৃজনশীলতা কাজে লাগিয়েও নতুন ছবি তৈরি করা যাবে।

আরও পড়ুন

মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি জানিয়েছেন, ‘ইমেজ ক্রিয়েটরের সম্ভাব্য অপব্যবহার রুখতে আমরা আমাদের অংশীদার ড্যাল-ইর নির্মাতা ওপেন এআইয়ের সঙ্গে কাজ করছি। আমরা বিং ইমেজ ক্রিয়েটরের দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করতে চাই।’

বিং চ্যাটে যুক্ত হওয়া পরীক্ষামূলক এই সুবিধা এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী মুঠোফোন ও কম্পিউটারে পরখ করতে পারছেন। পরীক্ষামূলক সংস্করণটি প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

সম্প্রতি ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র এআই প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে মাইক্রোসফট। এর পর থেকেই বিংয়ে নতুন নতুন সুবিধা যোগ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবি তৈরির সুবিধা চালু করা হলো।
সূত্র: বিজিআর ডটকম

আরও পড়ুন