‘হোয়াটসঅ্যাপ পিংক’ নামের ভুয়া অ্যাপ দিয়ে যেভাবে প্রতারণা করছে হ্যাকাররা

ব্যক্তিগত বা পেশাদার কাজে সহজে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়ছে। সে কারণে অ্যাপটিতে সাইবার অপরাধীদের তৎপরতাও বেড়েছে। ব্যবহারকারীদের প্রতারিত করতে তারা নানা ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে।

‘হোয়াটসঅ্যাপ পিংক’ নামের একটি ভুয়া অ্যাপ দিয়ে কৌশলে ব্যবহারকারীদের আকৃষ্ট করে সাইবার অপরাধীরা তথ্য হাতিয়ে নিচ্ছে। ভারতে এই ভুয়া অ্যাপটি দিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ জন্য মুম্বাই, কর্ণাটক, কেরালাসহ বিভিন্ন রাজ্যের পুলিশ বিভাগ ভুয়া অ্যাপটি নিয়ে সতর্কতা জারি করেছে। দেশটির সাইবার নিরাপত্তা সংস্থাও ভুয়া হোয়াটসঅ্যাপ পিংক অ্যাপ নিয়ে সতর্ক করেছে।

সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপ পিংককে হোয়াটসঅ্যাপের একটি সংস্করণ বলে ব্যবহারকারীদের আকৃষ্ট করেন। এমনকি হোয়াটসঅ্যাপ পিংক অ্যাপে বাড়তি কিছু সুবিধা রয়েছে বলে প্রচারণা চালায় সাইবার অপরাধীরা। আসলে হোয়াটসঅ্যাপ পিংক হোয়াটসঅ্যাপের কোনো সংস্করণ নয়, এটি একটি ভুয়া অ্যাপ।

আরও পড়ুন

সাধারণত সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপে ম্যালওয়্যারসহ একটি লিংক পাঠিয়ে বাড়তি সুবিধা পেতে পিংক হোয়াটসঅ্যাপ নামানোর (ডাউনলোড) জন্য বার্তা পাঠায়। তবে এই লিংকে ক্লিক করলেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে। হ্যাকাররা ফোনের দখল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।

এ ছাড়া হ্যাকাররা ম্যালওয়্যারের লিংকসহ হোয়াটসঅ্যাপে ভুয়া প্রচারণায় নেমেছে। তারা বিভিন্ন বার্তা পাঠিয়ে বলছে, পিংক হোয়াটসঅ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ। বাড়তি সুবিধা পেতে হোয়াটসঅ্যাপ পিংক নামানোর কথাও বলা হচ্ছে। এমনকি পরিচিতদের ফোন হ্যাক করে তাদের ফোন থেকেও এ ধরনের বার্তা পাঠানো হচ্ছে। তাই অনেকেই এই ভুয়া প্রচারণাকে বিশ্বাস করছেন।

হোয়াটসঅ্যাপ পিংক নামের এই ভুয়া অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেই ছড়িয়েছে। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরে ভুয়া অ্যাপটি মিলছে। আইওএস ব্যবহারকারীরা যেহেতু তৃতীয় কোনো অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে পারেন না, তাই আইফোনে এই অ্যাপটি দিয়ে সাইবার হামলার শঙ্কা আপাতত নেই।

আরও পড়ুন

ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা বলছে, ভুয়া অ্যাপটি দিয়ে ব্যবহারকারীর ফোনের দখল নেওয়ার পর ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি দিয়ে হুমকিও দিচ্ছে সাইবার অপরাধীরা। এমনকি অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীনও হচ্ছেন।

এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে গুগলের প্লে স্টোর ছাড়া হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশন ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে নিরাপত্তা সংস্থা। এমনকি হোয়াটসঅ্যাপের হালনাগাদ পেতেও গুগল প্লে স্টোরে যেতে হবে। থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

সূত্র: গ্যাজেটস নাউ