লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন, ছড়াচ্ছে ম্যালওয়্যার

লিংকডইনে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররারয়টার্স

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছেন সাইবার অপরাধীরা। সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান উইথসিকিউর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, লিংকডইনে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান করসায়ারের ‘ফেসবুক বিজ্ঞাপন বিশেষজ্ঞ’ পদের জন্য ভুয়া চাকরির বিজ্ঞাপন দেন সাইবার অপরাধীরা। বিজ্ঞাপনটিতে ক্লিক করলেই চাকরিপ্রার্থীদের স্মার্টফোন বা কম্পিউটারে ডার্কগেট বা রেডলাইন ম্যালওয়্যার প্রবেশ করে এবং তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।

জানা যায়, পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হওয়ায় সাইবার অপরাধীরা মূলত চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে। এমনকি চাকরিপ্রার্থীরা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের তথ্যও চুরি করে তারা। সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইবার হামলা চালাতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন

উইথসিকিউরের তথ্য মতে, লোভনীয় চাকরির বিজ্ঞাপনটিতে কাজের বিবরণ এবং বেতন জানার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। লিংকে ক্লিক করলেই চাকরিপ্রার্থীদের যন্ত্রে ডার্কগেট ও রেডলাইন ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। এর ফলে দূর থেকেই ব্যবহারকারীদের যন্ত্র থেকে প্রয়োজনীয় তথ্য চুরি করতে পারেন সাইবার অপরাধীরা।

আরও পড়ুন

গত মে মাসে চাকরিপ্রত্যাশী প্রার্থীদের নিরাপত্তা দিতে চাকরির বিজ্ঞাপন দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করতে নতুন সুবিধা চালু করে লিংকডইন। এর ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাকরি দেওয়ার নাম করে কোনো পোস্ট দিলেই তা যাচাই করে থাকে লিংকডইন কর্তৃপক্ষ। তবে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে আবার সাইবার হামলার ঘটনা ঘটায় লিংকডইনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরও পড়ুন