জুমে অনলাইন সভার সারসংক্ষেপ লিখে দেবে এআই
ভিডিও সম্মেলন বা সভা করার সফটওয়্যার জুমের জুম-আইকিউতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন দুটি সেবা যুক্ত হতে যাচ্ছে। এর ফলে পুরো সভার সারসংক্ষেপ লেখাসহ দলগত চ্যাটে এআই ব্যবহার করা যাবে।
জুমের চিফ প্রোডাক্ট অফিসার স্মিতা হাশিম বলছেন, জুম আইকিউয়ে নতুন এসব এআইয়ের তৈরি সুবিধা যুক্ত করার ফলে প্রতিদিনের কাজে যেমন সময় বাঁচবে, তেমনি কাজের গতিও বাড়বে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও বাড়বে।
জুমের লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে সভার সঞ্চালক পুরো সভার সারসংক্ষেপ লিখে নিতে পারবেন। এ জন্য সভাটি রেকর্ড করার প্রয়োজনও পড়বে না। পরে এটি জুম চ্যাট এবং ই-মেইলেও পাঠানো যাবে। এই এআই প্রোগ্রাম ব্যবহৃত হলে সভার আয়োজক বা সঞ্চালক স্বয়ংক্রিয়ভাবেই একটি সারসংক্ষেপ পাবেন। পরে এগুলো সভা-সংশ্লিষ্ট সবাইকে পাঠাতেও পারবেন।
টিম চ্যাটের পরিপ্রেক্ষিত বিবেচনা করে এআইয়ের সাহায্যে কোনো বার্তার খসড়াও লিখে নেওয়া যাবে। এটি অনেকটা চ্যাটজিপিটির মতোই। এমনকি পরে বার্তা নিজের মতো করে পরিবর্তন, সংযোজন বা বিয়োজনও করা যাবে।
এদিকে নতুন এ সুবিধা দুটি ছাড়াও আরও কিছু এআই সুবিধা নিজেদের সফটওয়্যারে যুক্ত করতে কাজ করছে জুম। এআই দিয়ে ই-মেইলের খসড়া ও টিম চ্যাটের সারসংক্ষেপ লেখা এবং বিভিন্ন ধারণাকে সাজানোর কাজ করার সুবিধা চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাউ