হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন দুই সুবিধা
বিনোদন বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। কেউ আমন্ত্রিত হয়ে আবার কেউ নিজের আগ্রহে গ্রুপের সদস্য হতে আবেদন করেন। তবে সদস্যের সংখ্যা বেশি হলে গ্রুপ পরিচালনা ঠিকমতো সম্ভব হয় না। সমস্যা সমাধানে গ্রুপের প্রশাসকদের নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি সদস্যদের জন্যও একই গ্রুপে থাকা পরিচিত ব্যক্তিদের তথ্য জানার সুযোগ চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের তথ্য মতে, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে প্রশাসকদের অনেকেই আগ্রহী ব্যক্তিদের জন্য লিংক উন্মুক্ত করেন। এই লিংকে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা গ্রুপের সদস্য হতে পারেন। এতে অনেক সময় অবাঞ্ছিত ব্যক্তিরাও গ্রুপের সদস্য হন। ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এখন থেকে গ্রুপের প্রশাসকেরা লিংকের মাধ্যমে আবেদন করা ব্যক্তিদের পরিচয় যাচাই করে গ্রুপে যুক্ত করতে পারবেন। ফলে লিংকে ক্লিক করে সরাসরি গ্রুপে যোগ দেওয়া যাবে না।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যের সংখ্যা বেশি হলে পরিচিত অনেক ব্যক্তি একই গ্রুপের সদস্য থাকলেও তা জানা যায় না। হোয়াটসঅ্যাপে চালু হওয়া অপর সুবিধাটি কাজে লাগিয়ে একই গ্রুপে থাকা বন্ধু বা পরিচিত ব্যক্তিদের নাম জানা যাবে। ফলে হোয়াটসঅ্যাপের সার্চবারে নির্দিষ্ট ব্যক্তির ফোন নম্বর লিখে সার্চ করলেই সেই ব্যক্তি নির্দিষ্ট গ্রুপের সদস্য কি না, তা জানা যাবে। ফলে গ্রুপে একে-অপরের সঙ্গে আলোচনার সুযোগ মিলবে।
নতুন এসব সুবিধা চালুর পাশাপাশি ‘এক্সপায়ারিং গ্রুপ’ চালুরও উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে পুরো গ্রুপ মুছে ফেলা যাবে। অর্থাৎ দিনক্ষণ নির্ধারণ করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ থেকে নির্দিষ্ট গ্রুপ মুছে যাবে। ফলে অপ্রয়োজনীয় গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে হবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া