এক্স, ড্রপবক্স, লিংকডইন, টেলিগ্রামসহ জনপ্রিয় অনলাইন সেবা থেকে ২৬০০ কোটি তথ্য ফাঁস

এক্স (সাবেক টুইটার), ড্রপবক্স, লিংকডইন, অ্যাডোবি, ক্যানভা, টেলিগ্রামসহ জনপ্রিয় অনলাইন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছেরয়টার্স

অনলাইনে প্রায়ই বিভিন্ন ধরনের তথ্য চুরির সংবাদ শুনে আমরা চমকে যাই। তবে এযাবৎকালের সবচেয়ে বড় তথ্য চুরির কথা শুনলে আপনি বিস্মিত হবেন নিঃসন্দেহে। সম্প্রতি ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ পেয়েছে। এসব তথ্যের মধ্যে এক্স (সাবেক টুইটার), ড্রপবক্স, লিংকডইন, অ্যাডোবি, ক্যানভা, টেলিগ্রামসহ জনপ্রিয় অনলাইন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তথ্যও রয়েছে। এরই মধ্যে বিষয়টিকে তথ্য ফাঁসের সর্বকালের ভয়ংকর ঘটনা বলে অভিহিত করেছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।

সাইবারনিরাপত্তা গবেষক বব ডায়াচেঙ্কো সিকিউরিটি ডিসকভারি ও সাইবার নিউজের গবেষকদের সঙ্গে যৌথভাবে ফাঁস হওয়া তথ্যগুলো আবিষ্কার করেন। তবে এখন পর্যন্ত এসব তথ্যের মালিক কে বা কারা, তা জানা যায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, তথ্যগুলো বিক্রির জন্য সংগ্রহ করা হচ্ছিল। এসব তথ্যের মধ্যে আগে ফাঁস হওয়া তথ্যের পাশাপাশি নতুন তথ্যও রয়েছে।

আরও পড়ুন

গবেষকেরা জানিয়েছেন, তথ্যভান্ডারের বেশির ভাগ তথ্য পুরোনো হলেও এগুলো বড় ধরনের হুমকির কারণ হতে পারে। তথ্যগুলো ব্যবহার করে নতুন কৌশলে সাইবার হামলা চালাতে পারে অপরাধীরা। তথ্যভান্ডারে ৩ হাজার ৮০০টির বেশি ফোল্ডার রয়েছে, যেখানে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সেরই রয়েছে ১৫০ কোটি তথ্য। এ ছাড়া টেনসেন্ট, লিংকডইন, জিঙ্গা, অ্যাডোবি ও ক্যানভা প্ল্যাটফর্মের ২২ কোটি ৮০ লাখ তথ্য রয়েছে। এসব তথ্য ব্যবহার করে সহজেই স্ক্যাম ও ফিশিং ই–মেইল আক্রমণ চালানো সম্ভব।

আরও পড়ুন

কমফোর্ট ডেটা সিকিউরিটির সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ এরফান শাদাবি বলেন, এই ফাঁস হওয়া তথ্যের প্রভাব নিশ্চিত করা যাচ্ছে না। এগুলোর মাধ্যমে তথ্যভিত্তিক অনলাইন আক্রমণ হতে পারে, যা অনেকটা সুনামির ঝুঁকির মতো। ম্যাকাফি অ্যান্টিভাইরাস জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, ফিলিপাইন, তুরস্ক ও অন্যান্য দেশের সরকারি সংস্থার বিভিন্ন তথ্যও রয়েছে।
সূত্র: সাইবার নিউজ, দ্য সান, টেকোপিডিয়া