কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করবে টুইটার

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করে ব্যবহারকারীদের জানাবে টুইটাররয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি দুনিয়ায়। খুদে ব্লগ লেখার সাইট টুইটারেও এ ধরনের ছবি বা ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ছে। সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিও শনাক্ত করতে নিজেদের ‘ফ্যাক্ট চেকিং’ পদ্ধতি হালনাগাদ করেছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিও পোস্ট করলেই তা শনাক্ত করে অন্যদের জানিয়ে দেবে টুইটার। ফলে অন্য ব্যবহারকারী জানতে পারবেন নির্দিষ্ট ছবি বা ভিডিওর বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।

টুইটারের তথ্যমতে, ছবি বা ভিডিও যাচাই করার জন্য ‘নোটস অন মিডিয়া’ নামের সুবিধা চালু করা হবে। এ সুবিধা কাজে লাগিয়ে কমিউনিটি নোটস প্রোগ্রামের সঙ্গে যুক্ত নিবন্ধিত ব্যক্তিরা টুইটারে আদান-প্রদান করা ছবি বা ভিডিওগুলো যাচাই করে অভিযোগ করতে পারবেন। অভিযোগের সত্যতা পেলে নির্দিষ্ট পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি বা ভিডিও তৈরি করা হয়েছে বলে বার্তা দেখাবে টুইটার। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিওর কারণে ভুল তথ্য প্রচার হবে না।

আরও পড়ুন

বর্তমানে টুইটারের কমিউনিটি নোটস সুবিধা কাজে লাগিয়ে নিবন্ধিত ব্যবহারকারীরা মিথ্যা বা ভুয়া তথ্যনির্ভর যেকোনো টুইটের (টুইটারে দেওয়া বার্তা) বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। শুধু তা–ই নয়, নির্দিষ্ট টুইটের বিরুদ্ধে তাঁদের মতামতও জানাতে পারেন। নতুন এ উদ্যোগের আওতায় বার্তার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি বা ভিডিও সম্পর্কে তথ্য দিতে পারবেন ব্যবহারকারীরা। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি এবং ভিডিওগুলোর সত্যতা সহজেই যাচাই করতে পারবে টুইটার।

আরও পড়ুন

উল্লেখ্য, কমিউনিটি নোটস সুবিধা চাইলেই সবাই ব্যবহার করতে পারেন না। টুইটারের নীতিমালা ভঙ্গ না করা এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টের ব্যবহারকারীরা আবেদনের মাধ্যমে কমিউনিটি নোটস কার্যক্রমে অংশ নিতে পারেন। এরপর রেটিং বা বিশ্বাসযোগ্যতা অর্জনের পর কমিউনিটি নোটস হিসেবে অন্য ব্যবহারকারীদের টুইটের সত্যতা সম্পর্কে মতামত জানানোর সুযোগ মিলে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবি বা ভিডিও শনাক্তসহ কমিউনিটি নোট লেখার জন্য কমপক্ষে ১০ রেটিং থাকতে হবে বলে জানিয়েছে টুইটার।
সূত্র: ম্যাশেবল