দেশে ৩৪ হাজারেরও বেশি র্যানসমওয়্যার হামলা শনাক্ত করেছে ক্যাসপারস্কি
র্যানসমওয়্যার হচ্ছে একধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম, যা কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে কম্পিউটার বা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ‘মুক্তিপণ’ দাবি করে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো ৩৪ হাজার ৬০৭টি র্যানসমওয়্যার হামলার ঘটনা শনাক্ত করার পাশাপাশি সেগুলো অকার্যকর করেছে অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কির লিড ম্যালওয়্যার অ্যানালিস্ট ফেডর সিনিটসিন বলেন, একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানে একসঙ্গে র্যানসমওয়্যার হামলার ঘটনা বন্ধ হলেও, এখনো বেশ কিছু গোষ্ঠী তথ্য চুরি করার পর সেগুলো এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করছে। এই সমস্যা দিন দিন বাড়ছে; কারণ, এর সঙ্গে জড়িত ব্যক্তিরা আগের তুলনায় আরও দক্ষ হয়েছে।
ক্যাসপারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং বলেন, এটি স্পষ্ট যে র্যানসমওয়্যার হামলাকারীরা বাংলাদেশের সব ধরনের প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ধরনের হামলার সংখ্যা কম হলেও আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তাই প্রতিষ্ঠানগুলোর উচিত র্যানসমওয়্যার হামলা থেকে রক্ষা করতে সক্ষম প্রযুক্তি ব্যবহার করা।
র্যানসমওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ও দুই স্তরের শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিয়মিত সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দিয়েছেন ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা। এ ছাড়া গুরুত্বপূর্ণ তথ্য আলাদাভাবে সংরক্ষণের পাশাপাশি রিমোট ডেস্কটপ/ম্যানেজমেন্ট সার্ভিস (যেমন আরডিপি, এমএসএসকিউএল ইত্যাদি) থেকে পাবলিক নেটওয়ার্কে প্রয়োজন ছাড়া প্রবেশ না করাসহ ফায়ারওয়াল ব্যবহারের কথাও বলেছেন তাঁরা।