কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিজ্ঞাপন তৈরি করে দেবে গুগল
বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাতামাতি। গুগলও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকতে চাইছে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত বিজ্ঞাপন তৈরির সুযোগ দিতে এআই টুল চালু করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি–নির্ভর টুলটি কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গুগল অ্যাডস প্ল্যাটফর্মের জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপন ও বিভিন্ন কনটেন্ট তৈরি করতে পারবেন। টুলটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন তৈরির সুযোগে বিজ্ঞাপনদাতারা উপকৃত হবেন বলে জানিয়েছেন গুগলের গ্লোবাল অ্যাডস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান টেইলর।
গুগলের তথ্যমতে, এআই টুলটি গুগলের লার্জ ল্যাংগুয়েজ মডেলস (এলএলএম) এবং জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করতে পারে। এর ফলে ব্যবহারকারীরা সুনির্দিষ্ট বিষয় ও ধরন উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে বিজ্ঞাপন। ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপনের আকার ছোট-বড় করার পাশাপাশি বিভিন্ন তথ্য পরিবর্তনও করতে পারবেন। এর ফলে নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা বিজ্ঞাপনও তৈরি করা যাবে।
গত মে মাসে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও ২০২৩’-তে কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি–নির্ভর টুলটি আনার ঘোষণা দিয়েছিল গুগল। গুগল অ্যাডসের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তৈরি বিজ্ঞাপনগুলোর প্রচারণাও চালানোর সুযোগ থাকায় টুলটি কাজে লাগিয়ে সহজেই অনলাইনে নিজেদের পণ্য ও সেবার প্রচারণা চালানো যাবে।
সূত্র: গ্যাজেটস৩৬০