ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগল
ক্রোম ব্রাউজারে আবারও ভয়ংকর জিরো ডে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগল। এ বছর প্রথমবারের মতো ব্রাউজারটিতে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেল। আর তাই দ্রুত নিরাপত্তাত্রুটির সমাধান করে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।
গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে থাকা সিভিই-২০২৩-২০৩৩ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে বড় ধরনের সাইবার হামলা চালানো যেত। আর তাই দ্রুত এ ত্রুটির সমাধান করে ক্রোম ব্রাউজারের ১১২.০.৫৬১৫.১২১ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত হালনাগাদ ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।
জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়। আর তাই ক্রোমের হালনাগাদ সংস্করণটি সব ব্যবহারকারীর যন্ত্রে ইনস্টলের আগে ত্রুটির বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি গুগল।
সূত্র: ব্লিপিং কম্পিউটার