মাইক্রোসফট কোপাইলটে এআই দিয়ে গান তৈরি করা যাবে
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট কোপাইলটে একটি প্লাগ–ইন (বিশেষ কাজের জন্য ছোট আকারের প্রোগ্রাম) ব্যবহার করে তাৎক্ষণিক গান তৈরি করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজটা করে দেবে। এ জন্য এআই মিউজিক স্টার্টআপ সুনোর প্লাগ–ইন ব্যবহার করতে হবে। ব্যবহারকারীরা লিখিত প্রম্পট দিলে সে অনুযায়ী গান তৈরি করবে চ্যাটবটটি। এ জন্য এখন কোপাইলট থেকেই ব্যবহারকারীরা সুনোতে যেতে পারবেন।
কোপাইলটে এআইয়ের সাহায্যে গান তৈরির জন্য প্রথমে ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্টে সাইন–ইন করতে হবে। এরপর সুনো প্লাগ–ইন চালু করতে হবে। কোপাইলটে সুনোর লোগোতে ক্লিক করার পর ‘মেক মিউজিক উইথ সুনো’ লেখা দেখা যাবে। এখান থেকে লিখিত প্রম্পট লিখে কাঙ্ক্ষিত গান তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। লিখিত প্রম্পট দেওয়ার পর সাধারণত এক বা দুই মিনিট দৈর্ঘ্যের একটি গান তৈরি করে দেবে কোপাইলট। এআই দিয়ে তৈরি এ গানে লিরিকস লিখিত আকারেও থাকবে। সুনো দিয়ে তৈরি এআই গান ইউটিউব বা স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে ব্যবহার করলে সেটির আয়ের ব্যবস্থাও (মনিটাইজেশন) করবে প্রতিষ্ঠানটি। অর্থের বিনিময়ে হওয়া গ্রাহকেরা এআই দিয়ে তৈরি এসব গান বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ পাবেন। তবে অন্য গ্রাহকেরা অবাণিজ্যিক উদ্দেশ্যে এসব গান ইউটিউব বা স্পটিফাইয়ে শেয়ার করতে পারবেন।
এদিকে বিখ্যাত শিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান শোনার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল আনতে কাজ করছে ইউটিউব। ‘ড্রিম ট্র্যাক’ নামের টুলটি চালু হলে ইউটিউব ব্যবহারকারীরা চাইলেই চার্লি পুথ, ডেমি লোভাটো, জন লিজেন্ডসহ বিভিন্ন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে নিজেদের লেখা গান শুনতে পাবেন। শুধু তা–ই নয়, গানগুলো ইউটিউব শর্টস ভিডিওতে ব্যবহারও করা যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ১০০ নির্মাতা পরীক্ষামূলকভাবে টুলটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। টুলটিতে নিজেদের কণ্ঠ ব্যবহারের জন্য আপাতত নয়জন শিল্পী অনুমতি দিয়েছেন। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিল্পীদের কণ্ঠে গান তৈরি করা হলেও মেধাস্বত্ব আইন ভঙ্গ হবে না। ইউটিউব ছাড়াও মেটার মুক্ত সফটওয়্যার অডিওক্র্যাফট লিখিত প্রম্পটের ভিত্তিতে এআই দিয়ে গান তৈরির পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে।
সূত্র: দ্য ভার্জ