ব্লুটুথ দিয়ে আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে হামলা, অচল হচ্ছে আইফোন

আইওএস ১৭–এ চলা আইফোনের ব্লুটুথ বন্ধ রাখে হামলা থেকে বাঁচা যাবে
রয়টার্স

আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে তারহীন ব্লুটুথ ব্যবহার করে ফ্লিপার জিরো নামের যন্ত্র যুক্ত করে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ব্লুটুথে ফ্লিপার জিরো যুক্ত হয়ে গেলেই আইফোন বন্ধ হয়ে যাচ্ছে (ক্র্যাশ)। এরপর ব্যবহারকারী আর ফোনটি ব্যবহার করতে পারছেন না। সাইবার নিরাপত্তা–গবেষক জেরোইন ফন ডের হ্যাম এ হামলা শনাক্ত করেছেন।

ফ্লিপার জিরো যন্ত্রের সফটওয়্যার দিয়ে রেডিও প্রটোকল নিয়ন্ত্রণ করা যায় এবং কন্ট্রোল সিস্টেম ও যন্ত্রাংশে নিয়ন্ত্রণ নেওয়া যায়। এ যন্ত্র আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের আইফোনের কাছাকাছি এলে ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং ফোন ক্র্যাশ করে। এরপর ডেনিয়্যাল অব সার্ভিস (ডিওএস) হামলা চালায়। এ হামলার প্রক্রিয়াকে আইওএস ১৭ অ্যাটাক নামেও অভিহিত করা হচ্ছে।

ফন ডের হ্যাম বলছেন, এ হামলার ফলে ফোন কার্যত অচল হয়ে যায়। কিছু সময় পর আবার কাজ করা যায়। যা খুবই বাজে অভিজ্ঞতা দেয়। তবে এ হামলায় একজন নিরাপত্তা–গবেষকের পক্ষেও বোঝা কষ্টকর যে আসলে কী ঘটছে।

আরও পড়ুন

তবে আইওএস ১৭–এর আগের সংস্করণে এ হামলা ঘটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গবেষণায় দেখা যায়, শুধু আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে এ হামলা চালানো সম্ভব হচ্ছে। সাইবার নিরাপত্তা–গবেষকেরা বলছেন, অ্যাপল ওয়াচ এবং এয়ার পডসকে আইফোনের সঙ্গে যুক্ত করতে ব্লুটুথ চালু রাখার প্রয়োজন হলেও এ হামলা থেকে সুরক্ষিত থাকতে একমাত্র উপায় ফোনের ব্লুটুথ বন্ধ রাখা।

আইফোনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি। অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রকে লক্ষ্য করেও এ হামলা চালানোর চেষ্টা করছে সাইবার অপরাধীরা।

সূত্র: ফোর্বস ডটকম

আরও পড়ুন